ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

নড়াইল ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০১:১৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / ২৭২ বার পড়া হয়েছে

নড়াইল জেলা শাখা ছাত্রলীগের সাবেক সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ডাক বাংলোর মোড় এলাকা থেকে বৃহস্পতিবার (১ মে) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ছাত্রলীগ নেতার নাম চঞ্চল শাহরিয়ার মিম। তিনি নড়াইল সদরের আউড়িয়া গ্রামের সেলিম মণ্ডলের ছেলে। তিনি ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত জেলা ছাত্রলীগের সভাপতি পদে ছিলেন। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান।

তিনি জানান, গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চার আগস্ট লোহাগড়ায় পৃথক হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিএনপি নেতাকর্মী আলাদাভাবে তিনটি মামলা করেন। গত বছরের ১৬ সেপ্টেম্বর, ১৩ নভেম্বর ও ৯ ডিসেম্বর মামলা তিনটি করা হয়।

তিনি আরও জানান, এসব মামলায় নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চঞ্চল শাহরিয়ার মিমকে গ্রেফতার করা হয়।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নড়াইল ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

আপডেট সময় ০১:১৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

নড়াইল জেলা শাখা ছাত্রলীগের সাবেক সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ডাক বাংলোর মোড় এলাকা থেকে বৃহস্পতিবার (১ মে) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ছাত্রলীগ নেতার নাম চঞ্চল শাহরিয়ার মিম। তিনি নড়াইল সদরের আউড়িয়া গ্রামের সেলিম মণ্ডলের ছেলে। তিনি ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত জেলা ছাত্রলীগের সভাপতি পদে ছিলেন। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান।

তিনি জানান, গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চার আগস্ট লোহাগড়ায় পৃথক হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিএনপি নেতাকর্মী আলাদাভাবে তিনটি মামলা করেন। গত বছরের ১৬ সেপ্টেম্বর, ১৩ নভেম্বর ও ৯ ডিসেম্বর মামলা তিনটি করা হয়।

তিনি আরও জানান, এসব মামলায় নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চঞ্চল শাহরিয়ার মিমকে গ্রেফতার করা হয়।