১০:৫১ অপরাহ্ন, শনিবার, ০৩ মে ২০২৫

গোয়ায় শিরগাঁও মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ১১:১৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / ৩ বার পড়া হয়েছে

ভারতের গোয়ার শিরগাঁও মন্দিরে লায়রাই দেবীর বার্ষিক যাত্রা উৎসব চলাকালে ভয়াবহ হুড়োহুড়ির ঘটনা ঘটেছে। শুক্রবারের (২ মে) এ ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত ও ৫০ জনের বেশি গুরুতর আহত হয়েছেন। এনডিটিভি শনিবার (৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনডিটিভি প্রতিবেদনে জানিয়েছে, বিশাল ধর্মীয় জমায়েতে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে জনস্রোতে হুড়োহুড়ির সৃষ্টি হয়। জনতা একে অপরকে ধাক্কা দিতে দিতে ছুটে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলে বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব হয়।

ঘটনাস্থলে জরুরি পরিষেবা ও পুলিশ সদস্যরা দ্রুত পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের চিকিৎসার জন্য কাছের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন।

এ দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও সরকারিভাবে জানানো না হলেও প্রাথমিক ধারণা, অতিরিক্ত ভিড় ও পর্যাপ্ত ভিড় নিয়ন্ত্রণের অভাব থেকে এ দুর্ঘটনা ঘটেছে।

গোয়ার উত্তরাঞ্চলের শিরগাঁও গ্রামে অনুষ্ঠিত এক ঐতিহ্যবাহী হিন্দু ধর্মীয় উৎসব লায়রাই দেবীর যাত্রা বা শিরগাঁও যাত্রা। এই উৎসব লায়রাই দেবীর উদ্দেশ্যে পালিত হয়, যিনি গোয়ান লোককথায় পার্বতী দেবীর এক রূপ এবং ‘সাত বোন’ দেবীর অন্যতম বলে বিবেচিত।

এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় আচার হলো ‘অগ্নিদিভ্য’ বা আগুন হাঁটা, যেখানে ভক্তরা—যাদের ‘ধোন্ড’ বলা হয়—উলঙ্গ পায়ে জ্বলন্ত কয়লার বিছানার ওপর দিয়ে হাঁটেন আশীর্বাদ লাভের আশায়।

প্রশাসন জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং উৎসবের ভিড় সামাল দিতে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গোয়ায় শিরগাঁও মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬

আপডেট সময় ১১:১৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

ভারতের গোয়ার শিরগাঁও মন্দিরে লায়রাই দেবীর বার্ষিক যাত্রা উৎসব চলাকালে ভয়াবহ হুড়োহুড়ির ঘটনা ঘটেছে। শুক্রবারের (২ মে) এ ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত ও ৫০ জনের বেশি গুরুতর আহত হয়েছেন। এনডিটিভি শনিবার (৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনডিটিভি প্রতিবেদনে জানিয়েছে, বিশাল ধর্মীয় জমায়েতে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে জনস্রোতে হুড়োহুড়ির সৃষ্টি হয়। জনতা একে অপরকে ধাক্কা দিতে দিতে ছুটে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলে বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব হয়।

ঘটনাস্থলে জরুরি পরিষেবা ও পুলিশ সদস্যরা দ্রুত পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের চিকিৎসার জন্য কাছের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন।

এ দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও সরকারিভাবে জানানো না হলেও প্রাথমিক ধারণা, অতিরিক্ত ভিড় ও পর্যাপ্ত ভিড় নিয়ন্ত্রণের অভাব থেকে এ দুর্ঘটনা ঘটেছে।

গোয়ার উত্তরাঞ্চলের শিরগাঁও গ্রামে অনুষ্ঠিত এক ঐতিহ্যবাহী হিন্দু ধর্মীয় উৎসব লায়রাই দেবীর যাত্রা বা শিরগাঁও যাত্রা। এই উৎসব লায়রাই দেবীর উদ্দেশ্যে পালিত হয়, যিনি গোয়ান লোককথায় পার্বতী দেবীর এক রূপ এবং ‘সাত বোন’ দেবীর অন্যতম বলে বিবেচিত।

এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় আচার হলো ‘অগ্নিদিভ্য’ বা আগুন হাঁটা, যেখানে ভক্তরা—যাদের ‘ধোন্ড’ বলা হয়—উলঙ্গ পায়ে জ্বলন্ত কয়লার বিছানার ওপর দিয়ে হাঁটেন আশীর্বাদ লাভের আশায়।

প্রশাসন জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং উৎসবের ভিড় সামাল দিতে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।