ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৫ মে ২০২৫

যে কারণে শাকিবের ওপর ক্ষুব্ধ রত্না

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৫:১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / ২৫৩ বার পড়া হয়েছে

শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’র শুটিং রাজশাহীতে চলছে। সেই ছবির শুটিং স্পটে ঘটে যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেখানে মনির হোসেন নামে এক ছবির স্টান্টম্যান মারা গেছেন। ছবিটির পরিচালক রায়হান রাফী জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা শনিবার (৩ মে) বিকেলে মনিরকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে সিনেমাপাড়ায়। তবে অনেকে অবাক হয়েছেন শাকিব খানের নির্লিপ্ততায়। সহকর্মীর মৃত্যুতে একবারের জন্যও হাসপাতালে যাননি শাকিব। যোগাযোগ করেননি মনিরের পরিবারের সঙ্গেও। ফাইট ডিরেক্টর জুম্মান অভিযোগের সুরে গণমাধ্যমে এমনটাই জানান। বিষয়টি কিছুটা বিতর্কের জন্ম দিয়েছে।

চিত্রনায়িকা রত্না এই প্রসঙ্গে সরব হয়েছেন। তিনি শাকিব খানকে উদ্দেশ্য করে নিজের ফেসবুকে একটি খোলা চিঠি লিখেছেন। সেই চিঠিতে রত্না লেখেন, কাল আপনার ‘তাণ্ডব’ সিনেমার শুটিংয়ের সেটে মনির মারা গেলেন। আপনি একবারও তার পাশে দাঁড়ালেন না। এটা নতুন নয়, আপনি কখনো পেছনের গল্প মনে রাখেন না। এখন সময় হয়েছে বাস্তবের নায়ক হয়ে ওঠার।

রত্না ফেসবুক লেখা চিঠিতে আরও বলেন, বাংলা সিনেমা থেকে আপনি অনেক কিছু পেয়েছেন। এখন কিছু ফেরত দেওয়ার সময় এসেছে। মনিরের পরিবারের পাশে দাঁড়ান। পর্দার পেছনের যারা আপনাকে আজকের শাকিব বানিয়েছে, তাদের ভুলে যাবেন না।

ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে রত্নার পোস্ট ঘিরে। অনেকে দাবি করছেন, মনিরের পরিবারের পাশে দাঁড়ানো উচিত ছিল ‘তাণ্ডব’ সিনেমার পুরো টিমের। তাদের উচিত ছিল শোক ভাগ করে নেওয়া। বিশেষ করে শাকিব খানের মতো তারকা তাদের খোঁজ খবর নিলে পরিবারটি অনেক শক্তি পেত।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের বাসিন্দা ছিলেন মনির হোসেন। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে কাজ করছিলেন তিনি। তার সাহসী ও ঝুঁকিপূর্ণ দৃশ্যগুলোই পর্দার সামনে অনেক নায়ক ও নায়িকাদের ক্যারিয়ারে অসংখ্য সাফল্যের ভিত গড়ে দিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যে কারণে শাকিবের ওপর ক্ষুব্ধ রত্না

আপডেট সময় ০৫:১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’র শুটিং রাজশাহীতে চলছে। সেই ছবির শুটিং স্পটে ঘটে যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেখানে মনির হোসেন নামে এক ছবির স্টান্টম্যান মারা গেছেন। ছবিটির পরিচালক রায়হান রাফী জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা শনিবার (৩ মে) বিকেলে মনিরকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে সিনেমাপাড়ায়। তবে অনেকে অবাক হয়েছেন শাকিব খানের নির্লিপ্ততায়। সহকর্মীর মৃত্যুতে একবারের জন্যও হাসপাতালে যাননি শাকিব। যোগাযোগ করেননি মনিরের পরিবারের সঙ্গেও। ফাইট ডিরেক্টর জুম্মান অভিযোগের সুরে গণমাধ্যমে এমনটাই জানান। বিষয়টি কিছুটা বিতর্কের জন্ম দিয়েছে।

চিত্রনায়িকা রত্না এই প্রসঙ্গে সরব হয়েছেন। তিনি শাকিব খানকে উদ্দেশ্য করে নিজের ফেসবুকে একটি খোলা চিঠি লিখেছেন। সেই চিঠিতে রত্না লেখেন, কাল আপনার ‘তাণ্ডব’ সিনেমার শুটিংয়ের সেটে মনির মারা গেলেন। আপনি একবারও তার পাশে দাঁড়ালেন না। এটা নতুন নয়, আপনি কখনো পেছনের গল্প মনে রাখেন না। এখন সময় হয়েছে বাস্তবের নায়ক হয়ে ওঠার।

রত্না ফেসবুক লেখা চিঠিতে আরও বলেন, বাংলা সিনেমা থেকে আপনি অনেক কিছু পেয়েছেন। এখন কিছু ফেরত দেওয়ার সময় এসেছে। মনিরের পরিবারের পাশে দাঁড়ান। পর্দার পেছনের যারা আপনাকে আজকের শাকিব বানিয়েছে, তাদের ভুলে যাবেন না।

ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে রত্নার পোস্ট ঘিরে। অনেকে দাবি করছেন, মনিরের পরিবারের পাশে দাঁড়ানো উচিত ছিল ‘তাণ্ডব’ সিনেমার পুরো টিমের। তাদের উচিত ছিল শোক ভাগ করে নেওয়া। বিশেষ করে শাকিব খানের মতো তারকা তাদের খোঁজ খবর নিলে পরিবারটি অনেক শক্তি পেত।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের বাসিন্দা ছিলেন মনির হোসেন। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে কাজ করছিলেন তিনি। তার সাহসী ও ঝুঁকিপূর্ণ দৃশ্যগুলোই পর্দার সামনে অনেক নায়ক ও নায়িকাদের ক্যারিয়ারে অসংখ্য সাফল্যের ভিত গড়ে দিয়েছে।