ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫

ভোলায় তিন দিন পর বাস চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৭:০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / ২৫৭ বার পড়া হয়েছে

ভোলায় বাস ও সিএনজি শ্রমিকদের মারামারির প্রতিবাদে ধর্মঘট তিন দিন পর প্রত্যাহার করেছে বাস শ্রমিক ইউনিয়ন। জেলা প্রশাসক কার্যালয়ে মঙ্গলবার (৬ মে) বেলা ১১টার দিকে শ্রমিকদের নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের জেলার সভাপতি মো. মিজানুর রহমান প্রায় দুই ঘণ্টা আলোচনা শেষে দুপুর সোয়া ১টার দিকে বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

তিনি সাংবাদিকদের জানান, ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান, পুলিশ সুপার মো. শরীফুর হক ও ভোলা নৌবাহিনীর কন্টিজেন্ট কমান্ডসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের কাছে আমাদের দাবিগুলো তুলে ধরেছি। তাদের আশ্বাসে আমরা বাস ধর্মঘট প্রত্যাহার করেছি।

গতকাল রবিবার (৫ মে) বিকেল আনুমানিক পাঁচটার দিকে ভোলার বাংলাবাজার এলাকায় সড়কে সাইড দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়।

ওই খবর ভেদুরিয়া, লালমোহন ও কুঞ্জেরহাটে ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে উভয়পক্ষের শ্রমিকদের মধ্যে। এ ঘটনার প্রতিবাদে রবিবার সন্ধ্যা থেকে ভোলার পাঁচটি রুটে বাস ধর্মঘট ঘোষণা করে জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভোলায় তিন দিন পর বাস চলাচল শুরু

আপডেট সময় ০৭:০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

ভোলায় বাস ও সিএনজি শ্রমিকদের মারামারির প্রতিবাদে ধর্মঘট তিন দিন পর প্রত্যাহার করেছে বাস শ্রমিক ইউনিয়ন। জেলা প্রশাসক কার্যালয়ে মঙ্গলবার (৬ মে) বেলা ১১টার দিকে শ্রমিকদের নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের জেলার সভাপতি মো. মিজানুর রহমান প্রায় দুই ঘণ্টা আলোচনা শেষে দুপুর সোয়া ১টার দিকে বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

তিনি সাংবাদিকদের জানান, ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান, পুলিশ সুপার মো. শরীফুর হক ও ভোলা নৌবাহিনীর কন্টিজেন্ট কমান্ডসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের কাছে আমাদের দাবিগুলো তুলে ধরেছি। তাদের আশ্বাসে আমরা বাস ধর্মঘট প্রত্যাহার করেছি।

গতকাল রবিবার (৫ মে) বিকেল আনুমানিক পাঁচটার দিকে ভোলার বাংলাবাজার এলাকায় সড়কে সাইড দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়।

ওই খবর ভেদুরিয়া, লালমোহন ও কুঞ্জেরহাটে ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে উভয়পক্ষের শ্রমিকদের মধ্যে। এ ঘটনার প্রতিবাদে রবিবার সন্ধ্যা থেকে ভোলার পাঁচটি রুটে বাস ধর্মঘট ঘোষণা করে জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন।