ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

মালয়েশিয়ায় ৪৫০ বাংলাদেশিসহ আটক অনেক অভিবাসী

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০২:২৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / ২৫৯ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের ‘টার্গেটেড স্ট্রাইক অপারেশন’-এ ৪৫০ জনেরও বেশি বাংলাদেশি অভিবাসীসহ মোট ১,২৭০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

এই সমন্বিত অভিযানে অবৈধ অভিবাসন ও এ সংক্রান্ত অপরাধের অভিযোগে গ্রেফতার করা হয়। এছাড়া, অবৈধ শ্রমিক নিয়োগ ও আশ্রয় দেওয়ার অভিযোগে ১১ জন মালয়েশিয়ান নিয়োগকর্তাও গ্রেফতার হয়েছেন।

সবচেয়ে বড় অভিযানটি হয়েছে জোহর প্রদেশের পাঁচটি জেলা—জোহর বারু, মুয়ার, সেগামাত, মেরসিং ও বাতু পাহাটে। এই অভিযানে ৩৩০ জন বিদেশি শ্রমিক আটক হন, যাদের মধ্যে ২৩৯ জন বাংলাদেশি। এছাড়া ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান ও ভিয়েতনামের নাগরিকরাও ছিলেন। জোহরের অভিবাসন বিভাগের পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, আটকদের বয়স ২০ থেকে ৫৭ বছরের মধ্যে। এই অভিযানে ১২০ জন অভিবাসন কর্মকর্তা অংশ নেন এবং মোট ৫১৬ জনের কাগজপত্র যাচাই করেন।

একই দিন কুয়ালালামপুরের জালান কুচিংয়ে একটি কনডোমিনিয়াম নির্মাণস্থলে অভিযান চালানো হয়। সেখানে দুজন বাংলাদেশি পালানোর চেষ্টায় কাদামাটির পুকুরে ঝাঁপ দেন, তবে তাদের আটক করা হয়। কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, এই অভিযানে ২০০ জনের কাগজপত্র যাচাই করে ৪১ জন বাংলাদেশিসহ ৬০ জনকে আটক করা হয়।

অভিযানগুলো বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়, প্রধানত নির্মাণ খাতে। একজন ৫০ বছর বয়সী মালয়েশিয়ান নির্মাণ সাইট ম্যানেজারকেও অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়।

মালয়েশিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়, এই অভিযান অবৈধ অভিবাসন রোধে দেশটির কঠোর পদক্ষেপের অংশ। আটক অভিবাসীদের বিরুদ্ধে অভিবাসন আইনের বিভিন্ন ধারায় মামলা করা হবে।

নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়ায় ৪৫০ বাংলাদেশিসহ আটক অনেক অভিবাসী

আপডেট সময় ০২:২৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের ‘টার্গেটেড স্ট্রাইক অপারেশন’-এ ৪৫০ জনেরও বেশি বাংলাদেশি অভিবাসীসহ মোট ১,২৭০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

এই সমন্বিত অভিযানে অবৈধ অভিবাসন ও এ সংক্রান্ত অপরাধের অভিযোগে গ্রেফতার করা হয়। এছাড়া, অবৈধ শ্রমিক নিয়োগ ও আশ্রয় দেওয়ার অভিযোগে ১১ জন মালয়েশিয়ান নিয়োগকর্তাও গ্রেফতার হয়েছেন।

সবচেয়ে বড় অভিযানটি হয়েছে জোহর প্রদেশের পাঁচটি জেলা—জোহর বারু, মুয়ার, সেগামাত, মেরসিং ও বাতু পাহাটে। এই অভিযানে ৩৩০ জন বিদেশি শ্রমিক আটক হন, যাদের মধ্যে ২৩৯ জন বাংলাদেশি। এছাড়া ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান ও ভিয়েতনামের নাগরিকরাও ছিলেন। জোহরের অভিবাসন বিভাগের পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, আটকদের বয়স ২০ থেকে ৫৭ বছরের মধ্যে। এই অভিযানে ১২০ জন অভিবাসন কর্মকর্তা অংশ নেন এবং মোট ৫১৬ জনের কাগজপত্র যাচাই করেন।

একই দিন কুয়ালালামপুরের জালান কুচিংয়ে একটি কনডোমিনিয়াম নির্মাণস্থলে অভিযান চালানো হয়। সেখানে দুজন বাংলাদেশি পালানোর চেষ্টায় কাদামাটির পুকুরে ঝাঁপ দেন, তবে তাদের আটক করা হয়। কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, এই অভিযানে ২০০ জনের কাগজপত্র যাচাই করে ৪১ জন বাংলাদেশিসহ ৬০ জনকে আটক করা হয়।

অভিযানগুলো বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়, প্রধানত নির্মাণ খাতে। একজন ৫০ বছর বয়সী মালয়েশিয়ান নির্মাণ সাইট ম্যানেজারকেও অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়।

মালয়েশিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়, এই অভিযান অবৈধ অভিবাসন রোধে দেশটির কঠোর পদক্ষেপের অংশ। আটক অভিবাসীদের বিরুদ্ধে অভিবাসন আইনের বিভিন্ন ধারায় মামলা করা হবে।