ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

নায়ক ফাওয়াদ এবার সিঁদুর হামলার নিন্দা জানালেন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৩:৩১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / ২৫৭ বার পড়া হয়েছে

পাকিস্তানের নায়ক ফাওয়াদ খানের সিনেমায় ভারতের কাশ্মীরের পহেলগামের হামলার পরে সরাসরি বিধি-নিষেধ আসে। যদিও তিনি পহেলগাম হামলার নিন্দাও করেছিলেন। কিন্তু এবার ভারতের ‘অপারেশন সিঁদুর’র নিন্দায় সরব হলেন তিনি।

ভারতে পাক শিল্পীদের নিষিদ্ধ করা হয়েছিল উরি হামলার পর। তাই ফাওয়াদ খানকে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমার পরে বলিউড সিনেমায় দেখা যায়নি। তবে ৯ বছর পর সেই নিষেধাজ্ঞা উঠেছিল। সম্প্রতি তার বলিউডের সিনেমা ‘আবির গুলাল’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পহেলগাম হামলার পর পাকিস্তানের এ অভিনেতার সিনেমার ওপরে জারি হয় নিষেধাজ্ঞা।

‘অপারেশন সিঁদুর’ নিয়ে ফওয়াদ খান তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এই লজ্জাজনক আক্রমণে নিহত ও আহত মানুষদের প্রতি আমি সমব্যথী। মৃতদের আত্মার শান্তি কামনা করছি। তাদের প্রিয়জনেরা যেন এই কঠিন সময়ে শক্তি খুঁজে পান।

ফাওয়াদ এ স্পর্শকাতর পরিস্থিতিতে সংযত থাকার কথা বলেছেন। পাকিস্তানের এ অভিনেতা আরও লিখেছেন, সবাইকে শ্রদ্ধার সঙ্গে একটা অনুরোধ করছি। প্রচারণামূলক কথা বলে এ পরিস্থিতিতে হাওয়া দেবেন না। নিরীহ মানুষের জীবনের মূল্যের চেয়ে বড় কিছুই নয়। মানুষের সুবুদ্ধি যেন বজায় থাকে, এ কামনাই করি। এ অভিনেতা সব শেষে লিখেছেন, পাকিস্তান জিন্দাবাদ।

শুধু নায়ক ফাওয়াদ নয়। ভারতীয় সেনার অভিযানের নিন্দায় সরব হয়েছেন পাকিস্তানের মাহিরা খান, হানিয়া আমির ও মাওরা হোসেনসহ পাকিস্তানের আরও অনেক তারকা। এদের মধ্যে মাহিরা ও মাওরা বলিউডে বেশ জনপ্রিয়।

নিউজটি শেয়ার করুন

নায়ক ফাওয়াদ এবার সিঁদুর হামলার নিন্দা জানালেন

আপডেট সময় ০৩:৩১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

পাকিস্তানের নায়ক ফাওয়াদ খানের সিনেমায় ভারতের কাশ্মীরের পহেলগামের হামলার পরে সরাসরি বিধি-নিষেধ আসে। যদিও তিনি পহেলগাম হামলার নিন্দাও করেছিলেন। কিন্তু এবার ভারতের ‘অপারেশন সিঁদুর’র নিন্দায় সরব হলেন তিনি।

ভারতে পাক শিল্পীদের নিষিদ্ধ করা হয়েছিল উরি হামলার পর। তাই ফাওয়াদ খানকে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমার পরে বলিউড সিনেমায় দেখা যায়নি। তবে ৯ বছর পর সেই নিষেধাজ্ঞা উঠেছিল। সম্প্রতি তার বলিউডের সিনেমা ‘আবির গুলাল’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পহেলগাম হামলার পর পাকিস্তানের এ অভিনেতার সিনেমার ওপরে জারি হয় নিষেধাজ্ঞা।

‘অপারেশন সিঁদুর’ নিয়ে ফওয়াদ খান তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এই লজ্জাজনক আক্রমণে নিহত ও আহত মানুষদের প্রতি আমি সমব্যথী। মৃতদের আত্মার শান্তি কামনা করছি। তাদের প্রিয়জনেরা যেন এই কঠিন সময়ে শক্তি খুঁজে পান।

ফাওয়াদ এ স্পর্শকাতর পরিস্থিতিতে সংযত থাকার কথা বলেছেন। পাকিস্তানের এ অভিনেতা আরও লিখেছেন, সবাইকে শ্রদ্ধার সঙ্গে একটা অনুরোধ করছি। প্রচারণামূলক কথা বলে এ পরিস্থিতিতে হাওয়া দেবেন না। নিরীহ মানুষের জীবনের মূল্যের চেয়ে বড় কিছুই নয়। মানুষের সুবুদ্ধি যেন বজায় থাকে, এ কামনাই করি। এ অভিনেতা সব শেষে লিখেছেন, পাকিস্তান জিন্দাবাদ।

শুধু নায়ক ফাওয়াদ নয়। ভারতীয় সেনার অভিযানের নিন্দায় সরব হয়েছেন পাকিস্তানের মাহিরা খান, হানিয়া আমির ও মাওরা হোসেনসহ পাকিস্তানের আরও অনেক তারকা। এদের মধ্যে মাহিরা ও মাওরা বলিউডে বেশ জনপ্রিয়।