ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে ড্রোন হামলায় একাধিক বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ১১:৩৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / ২৫৫ বার পড়া হয়েছে

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুতে বৃহস্পতিবার রাতে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভারতীয় সেনা সূত্রের দাবি, পাকিস্তানের ড্রোন হামলার কারণে এসব বিস্ফোরণ ঘটেছে।

রয়টার্সের একজন সাংবাদিক জানিয়েছেন, জম্মুর আকাশে রাতে সাইরেন, লাল শিখা ও ‘প্রজেক্টাইল’ দেখা গেছে।

ভারতীয় এক নিরাপত্তা কর্মকর্তা জানান, জম্মু, আখনুর, সাম্বা, কাঠুয়াসহ পাঁচটি জেলায় সেনা স্থাপনাগুলো আক্রমণের মুখে পড়েছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হন। এর জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ে। মঙ্গলবার রাতে ভারত পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যাতে ৩১ জন নিহত ও অর্ধশতাধিক আহত হন বলে পাকিস্তান দাবি করে।

নিয়ন্ত্রণরেখায় দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির মধ্যে পাকিস্তান জানায়, তারা ভারতের ২৫টি ড্রোন ভূপাতিত করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করেছে। এরপরই জম্মুতে এই বিস্ফোরণের ঘটনা ঘটল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে ড্রোন হামলায় একাধিক বিস্ফোরণ

আপডেট সময় ১১:৩৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুতে বৃহস্পতিবার রাতে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভারতীয় সেনা সূত্রের দাবি, পাকিস্তানের ড্রোন হামলার কারণে এসব বিস্ফোরণ ঘটেছে।

রয়টার্সের একজন সাংবাদিক জানিয়েছেন, জম্মুর আকাশে রাতে সাইরেন, লাল শিখা ও ‘প্রজেক্টাইল’ দেখা গেছে।

ভারতীয় এক নিরাপত্তা কর্মকর্তা জানান, জম্মু, আখনুর, সাম্বা, কাঠুয়াসহ পাঁচটি জেলায় সেনা স্থাপনাগুলো আক্রমণের মুখে পড়েছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হন। এর জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ে। মঙ্গলবার রাতে ভারত পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যাতে ৩১ জন নিহত ও অর্ধশতাধিক আহত হন বলে পাকিস্তান দাবি করে।

নিয়ন্ত্রণরেখায় দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির মধ্যে পাকিস্তান জানায়, তারা ভারতের ২৫টি ড্রোন ভূপাতিত করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করেছে। এরপরই জম্মুতে এই বিস্ফোরণের ঘটনা ঘটল।