ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

পাকিস্তানের গুলির জবাবে গোলা ছুড়বে ভারত: মোদি 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ১২:৪২:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / ২৬৯ বার পড়া হয়েছে

ওপার থেকে গুলি চললে এপার থেকে গোলা চলবে!—জম্মু-কাশ্মীরে উত্তপ্ত পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীকে এই কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে টানা ১৯ দিন ধরে উত্তেজনা চলার পর গত শনিবার ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু, হামলা ও পাল্টা হামলার অভিযোগ থামেনি। এমনকি, হুমকি-ধমকিও চলছে অব্যাহতভাবে।

সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীকে কড়া নির্দেশ দিয়েছেন মোদি। পাকিস্তানের যেকোনো আগ্রাসনের জবাব হবে আরও শক্তিশালী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মোদি স্পষ্ট বলেছেন—”ওদিক থেকে গুলি এলে, এদিক থেকে গোলা ছোড়া হবে।”

গত ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। এরপরই পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় ভারত। সিন্ধু পানি চুক্তি স্থগিত, বাণিজ্য বন্ধ—এসব ঘোষণার পর উত্তাপ আরও বেড়েছে। পাকিস্তানও আকাশসীমা বন্ধসহ পাল্টা ব্যবস্থা নেয়।

এমন উত্তপ্ত মুহূর্তে মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্র। টানা আলোচনার পর শনিবার যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই শান্তির খবর দেন। কিন্তু, শান্তি কি স্থায়ী হবে? নাকি ফের লড়াইয়ের দামামা বাজবে?

 

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানের গুলির জবাবে গোলা ছুড়বে ভারত: মোদি 

আপডেট সময় ১২:৪২:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

ওপার থেকে গুলি চললে এপার থেকে গোলা চলবে!—জম্মু-কাশ্মীরে উত্তপ্ত পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীকে এই কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে টানা ১৯ দিন ধরে উত্তেজনা চলার পর গত শনিবার ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু, হামলা ও পাল্টা হামলার অভিযোগ থামেনি। এমনকি, হুমকি-ধমকিও চলছে অব্যাহতভাবে।

সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীকে কড়া নির্দেশ দিয়েছেন মোদি। পাকিস্তানের যেকোনো আগ্রাসনের জবাব হবে আরও শক্তিশালী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মোদি স্পষ্ট বলেছেন—”ওদিক থেকে গুলি এলে, এদিক থেকে গোলা ছোড়া হবে।”

গত ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। এরপরই পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় ভারত। সিন্ধু পানি চুক্তি স্থগিত, বাণিজ্য বন্ধ—এসব ঘোষণার পর উত্তাপ আরও বেড়েছে। পাকিস্তানও আকাশসীমা বন্ধসহ পাল্টা ব্যবস্থা নেয়।

এমন উত্তপ্ত মুহূর্তে মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্র। টানা আলোচনার পর শনিবার যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই শান্তির খবর দেন। কিন্তু, শান্তি কি স্থায়ী হবে? নাকি ফের লড়াইয়ের দামামা বাজবে?