ঢাকা ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

যুদ্ধবিরতি পোস্টে বিতর্ক: সমালোচনার মুখে সালমান খান

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০২:৫৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / ২৫৭ বার পড়া হয়েছে

দক্ষিণ কাশ্মীরের পেহেলগমে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত যখন পাকিস্তানকে অভিযুক্ত করে, তখন পারমাণবিক শক্তিধর দুটি দেশের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে

তবে, গত শনিবার (১০ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। বিশ্বনেতাদের পাশাপাশি ভারত ও পাকিস্তানের বিনোদন জগতের তারকারাও এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেন।

বলিউড তারকা সালমান খানও যুদ্ধবিরতির এই প্রেক্ষাপটে একটি পোস্ট করে শান্তি কামনা করেছিলেন। কিন্তু তার সেই পোস্টের জন্য তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

গত শনিবার রাতে সালমান খান তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লেখেন, ‘যুদ্ধবিরতি ঘোষণার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ!’

এই পোস্টের পরই নেটিজেনরা তার ওপর ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন এবং তীব্র সমালোচনার মুখে তিনি পোস্টটি মুছে ফেলতে বাধ্য হন। তবে পোস্ট মুছে ফেললেও বিতর্ক থামেনি।

অনেকের অভিযোগ, যখন বলিউডের প্রথম সারির তারকারা ভারতীয় সেনাদের পাশে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন, তখন সালমান খান নীরব ছিলেন। তাদের মতে, দেশের সৈনিকদের প্রতি সমর্থন না জানিয়ে হঠাৎ করে এমন ‘শান্তিপূর্ণ’ বার্তা দেওয়া দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পেহেলগমে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে।

এর প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের সঙ্গে ‘সিন্ধু জলবন্টন চুক্তি’ স্থগিত করে এবং ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানের কিছু এলাকায় সামরিক অভিযান চালায়।

জবাবে পাকিস্তানও ভারতে ক্ষেপণাস্ত্র হামলা করে। এই পরিস্থিতিতে দুটি দেশ সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে এবং বহু বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটে।

অবশেষে, ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়। যদিও বর্তমানে উভয় দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে।

 

নিউজটি শেয়ার করুন

যুদ্ধবিরতি পোস্টে বিতর্ক: সমালোচনার মুখে সালমান খান

আপডেট সময় ০২:৫৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

দক্ষিণ কাশ্মীরের পেহেলগমে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত যখন পাকিস্তানকে অভিযুক্ত করে, তখন পারমাণবিক শক্তিধর দুটি দেশের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে

তবে, গত শনিবার (১০ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। বিশ্বনেতাদের পাশাপাশি ভারত ও পাকিস্তানের বিনোদন জগতের তারকারাও এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেন।

বলিউড তারকা সালমান খানও যুদ্ধবিরতির এই প্রেক্ষাপটে একটি পোস্ট করে শান্তি কামনা করেছিলেন। কিন্তু তার সেই পোস্টের জন্য তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

গত শনিবার রাতে সালমান খান তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লেখেন, ‘যুদ্ধবিরতি ঘোষণার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ!’

এই পোস্টের পরই নেটিজেনরা তার ওপর ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন এবং তীব্র সমালোচনার মুখে তিনি পোস্টটি মুছে ফেলতে বাধ্য হন। তবে পোস্ট মুছে ফেললেও বিতর্ক থামেনি।

অনেকের অভিযোগ, যখন বলিউডের প্রথম সারির তারকারা ভারতীয় সেনাদের পাশে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন, তখন সালমান খান নীরব ছিলেন। তাদের মতে, দেশের সৈনিকদের প্রতি সমর্থন না জানিয়ে হঠাৎ করে এমন ‘শান্তিপূর্ণ’ বার্তা দেওয়া দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পেহেলগমে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে।

এর প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের সঙ্গে ‘সিন্ধু জলবন্টন চুক্তি’ স্থগিত করে এবং ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানের কিছু এলাকায় সামরিক অভিযান চালায়।

জবাবে পাকিস্তানও ভারতে ক্ষেপণাস্ত্র হামলা করে। এই পরিস্থিতিতে দুটি দেশ সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে এবং বহু বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটে।

অবশেষে, ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়। যদিও বর্তমানে উভয় দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে।