লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

- আপডেট সময় ০৬:২৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
- / ২৫২ বার পড়া হয়েছে
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) সকাল ৯টার দিকে উপজেলার দুলালি হাড়িখোওয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কমলা বেগম (৭০) ও জামাল হোসেন (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল নয়টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ির পালিত গরু একটি ঘরে ঢুকে পড়ে। ওই ঘরেই ব্যাটারিচালিত একটি অটোরিকশা চার্জে দেওয়া ছিল। গরুটি অসাবধানতাবশত অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে বিদ্যুতায়িত হয়। গরুকে বাঁচাতে প্রথমে এগিয়ে যান জামাল হোসেন। তিনি গরুটিকে ছাড়াতে গেলে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে বাঁচাতে ছুটে যান তার মা কমলা বেগম। তিনিও বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মারা যান।
স্থানীয় ইউপি সদস্য রশিদুল ইসলাম বলেন, জামাল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। জামালের স্ত্রী এখনও শোকে বাকরুদ্ধ। দুজনের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাকিম ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট মা-ছেলের মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।