আইপিএল ২০২৫-এ ইতিহাস
১৮ বছরের রেকর্ড ভেঙে ২০০র বেশি রান!

- আপডেট সময় ০২:১৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / ২৫৯ বার পড়া হয়েছে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, অর্থাৎ আইপিএল ২০২৫-এর শেষ লগ্নে এসে ইতিহাস সৃষ্টি করলো সানরাইজার্স হায়দরাবাদ! রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে এক রোমাঞ্চকর ম্যাচে হারিয়ে তারা শুধু সেরা দুইয়ে থাকার স্বপ্নকে ধাক্কা দিয়েছে তা নয়, ভেঙে দিয়েছে আইপিএলের ১৮ বছরের পুরোনো একটি রেকর্ড।
টস হেরে যখন সানরাইজার্স হায়দরাবাদ ব্যাটিংয়ে নামে, অনেকেই ভেবেছিলেন এই উইকেটে হয়তো ১৭০-এর বেশি রানই যথেষ্ট হবে। কিন্তু অভিষেক শর্মা এবং ট্রাভিস হেডের বিধ্বংসী শুরু সেই ধারণা পাল্টে দেয়।
প্রথম ৪ ওভারেই তারা ৫০-এর বেশি রান তুলে নেন। এরপর ক্রিজে এসে ইশান কিষাণ বেঙ্গালুরুর বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান। তাঁর মাত্র ৪৮ বলে ৯৪ রানের অবিশ্বাস্য ইনিংসের সুবাদে সানরাইজার্স পৌঁছে যায় ২৩১ রানের বিশাল স্কোরে।
পাহাড়সম এই রান তাড়া করতে নেমে বেঙ্গালুরুর মিডল অর্ডার পুরোপুরি খেই হারিয়ে ফেলে। ইনিংসের এক বল বাকি থাকতেই ১৮৯ রানে অলআউট হয়ে যায় তারা। ৪২ রানে এই পরাজয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সেরা দুইয়ে শেষ করার স্বপ্নকে কার্যত শেষ করে দিয়েছে।
তবে এই ম্যাচের সবচেয়ে বড় দিকটি হলো, হায়দরাবাদ ২০০ রানের গণ্ডি টপকানোর সাথে সাথেই আইপিএল ইতিহাসে এক বিরল নজির তৈরি হয়েছে। এই প্রথমবার আইপিএলের এক মৌসুমে ৪২টি ইনিংসে ২০০ বা তার বেশি স্কোর উঠলো! এটি গত বছরের রেকর্ডকেও ছাপিয়ে গেছে।
২০২৩ সালে ৩৭টি ইনিংসে ২০০+ রান হয়েছিল, যেখানে ২০২২ সালে ছিল মাত্র ১৮টি এবং ২০১৮ সালে ছিল ১৫টি। অর্থাৎ, ১৮ বছরের আইপিএল ইতিহাসে এবারই সবচেয়ে বেশিবার ২০০+ সংগ্রহ এসেছে। এটি নিশ্চিতভাবেই প্রমাণ করে যে, এই মৌসুমে বোলারদের জন্য কাজটা কতটা কঠিন ছিল এবং ব্যাটাররা কতটা আক্রমণাত্মক মেজাজে ছিলেন।
চলতি মৌসুমে কোন দল কতবার ২০০+ স্কোর করেছে, সেদিকে একবার নজর দেওয়া যাক। গুজরাট টাইটানস সবচেয়ে বেশি ৭ বার ২০০+ স্কোর করেছে। এরপরই রয়েছে পাঞ্জাব কিংস, তারা ৬ বার এই মাইলফলক ছুঁয়েছে। লখনৌ সুপার জায়ান্ট এবং রাজস্থান রয়্যালস ৫ বার করে ২০০-এর গণ্ডি টপকেছে।
অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ প্রত্যেকে ৪ বার করে ২০০+ রান করেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৩ বার এবং চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস ২ বার করে এই স্কোর করেছে।