ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া স্থগিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০১:৪৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / ২৬০ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। একইসঙ্গে, শিক্ষার্থী এবং এক্সচেঞ্জ প্রোগ্রামের ভিসার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের পরিকল্পনাও নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার (২৮ মে) এই খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমটি আরও বলছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি কূটনৈতিক বার্তায় বিশ্বজুড়ে সমস্ত মার্কিন দূতাবাসকে নতুন শিক্ষার্থী ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
এই স্থগিতাদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ, নতুন করে যারা যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ভিসার আবেদন করতে চাইছেন, তাদের জন্য আপাতত দরজা বন্ধ।

বার্তায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, সামাজিক মাধ্যমে স্ক্রিনিং বা নজরদারি আরও জোরদার করা হবে, বিশেষ করে শিক্ষার্থী এবং এক্সচেঞ্জ প্রোগ্রাম ভিসার ক্ষেত্রেই। এর ফলে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোর ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

যেসব শিক্ষার্থী এখনও সাক্ষাৎকারের তারিখ পাননি, তাদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে হবে। তবে যাদের অ্যাপয়েন্টমেন্ট আগে থেকেই নির্ধারিত ছিল, তারা সাক্ষাৎকার দিতে পারবেন।

এই পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হলো, যখন ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রভাবশালী বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক বেশ উত্তেজনাকর অবস্থায় রয়েছে।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ, এসব বিশ্ববিদ্যালয় বামপন্থি চিন্তাধারায় প্রভাবিত এবং ইসরায়েলবিরোধী বিক্ষোভের আড়ালে ইহুদিবিদ্বেষ ছড়াতে সাহায্য করছে।

হোয়াইট হাউস আরও অভিযোগ করেছে, কিছু বিশ্ববিদ্যালয় ‘বৈষম্যমূলক ভর্তি নীতি’ বজায় রাখছে এবং অভিবাসন আইন লঙ্ঘন করছে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ট্রাম্প প্রশাসন ‘মুক্ত মতপ্রকাশের অধিকার খর্বের’ চেষ্টা করছে।

বিশেষ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের রোষানলে পড়েছে। সম্প্রতি প্রশাসন হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থী ভর্তি ও বিদেশি গবেষক রাখার অনুমোদন বাতিল করেছিল, যদিও একটি ফেডারেল আদালত পরে এই সিদ্ধান্ত স্থগিত করেছে। হার্ভার্ডে প্রায় এক-চতুর্থাংশ শিক্ষার্থী বিদেশি।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া স্থগিত

আপডেট সময় ০১:৪৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। একইসঙ্গে, শিক্ষার্থী এবং এক্সচেঞ্জ প্রোগ্রামের ভিসার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের পরিকল্পনাও নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার (২৮ মে) এই খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমটি আরও বলছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি কূটনৈতিক বার্তায় বিশ্বজুড়ে সমস্ত মার্কিন দূতাবাসকে নতুন শিক্ষার্থী ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
এই স্থগিতাদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ, নতুন করে যারা যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ভিসার আবেদন করতে চাইছেন, তাদের জন্য আপাতত দরজা বন্ধ।

বার্তায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, সামাজিক মাধ্যমে স্ক্রিনিং বা নজরদারি আরও জোরদার করা হবে, বিশেষ করে শিক্ষার্থী এবং এক্সচেঞ্জ প্রোগ্রাম ভিসার ক্ষেত্রেই। এর ফলে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোর ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

যেসব শিক্ষার্থী এখনও সাক্ষাৎকারের তারিখ পাননি, তাদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে হবে। তবে যাদের অ্যাপয়েন্টমেন্ট আগে থেকেই নির্ধারিত ছিল, তারা সাক্ষাৎকার দিতে পারবেন।

এই পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হলো, যখন ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রভাবশালী বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক বেশ উত্তেজনাকর অবস্থায় রয়েছে।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ, এসব বিশ্ববিদ্যালয় বামপন্থি চিন্তাধারায় প্রভাবিত এবং ইসরায়েলবিরোধী বিক্ষোভের আড়ালে ইহুদিবিদ্বেষ ছড়াতে সাহায্য করছে।

হোয়াইট হাউস আরও অভিযোগ করেছে, কিছু বিশ্ববিদ্যালয় ‘বৈষম্যমূলক ভর্তি নীতি’ বজায় রাখছে এবং অভিবাসন আইন লঙ্ঘন করছে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ট্রাম্প প্রশাসন ‘মুক্ত মতপ্রকাশের অধিকার খর্বের’ চেষ্টা করছে।

বিশেষ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের রোষানলে পড়েছে। সম্প্রতি প্রশাসন হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থী ভর্তি ও বিদেশি গবেষক রাখার অনুমোদন বাতিল করেছিল, যদিও একটি ফেডারেল আদালত পরে এই সিদ্ধান্ত স্থগিত করেছে। হার্ভার্ডে প্রায় এক-চতুর্থাংশ শিক্ষার্থী বিদেশি।