ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
তরুণদের প্রতি আব্দুন নূরের বার্তা: 

৮৪ বছর বয়সে নয়, তারুণ্যেই নেতৃত্ব চাই!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৫:১৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / ২৫৬ বার পড়া হয়েছে

তরুণ প্রজন্মের প্রতি এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আব্দুন নূর। মঙ্গলবার (২৭ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনারে রাজনৈতিক বিশ্লেষক আব্দুন নূর তুষার তরুণদের উদ্দেশে এক বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, “আপনারাই হচ্ছেন আমাদের স্বপ্ন।”

আব্দুন নূর তুষার তার বক্তব্যে বলেন, “আমি যখন এখানে দাঁড়িয়ে আছি, তখন ভাবছি ২০৬০, ২০৭০ ও ২০৮০ সালের বাংলাদেশকে। আজকে এখানে অনেকেই আছেন, যাদের বয়স ২০ কিংবা ২৫ বছর। আপনাদের বয়স একদিন ৭৫, ৮০ কিংবা ৮৪ হবে। আশা হারাবেন না, ৮৪ বছর বয়সেও প্রধান উপদেষ্টা হওয়া যায়।”

তবে এর পরপরই তিনি আরও গুরুত্বপূর্ণ একটি প্রত্যাশার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, “আমি এ রকম বাংলাদেশ চাই, যেখানে আপনাদের জীবনে যেন ৮৪ বছর বয়সে কাউকে উপদেষ্টা হতে না হয়। সরাসরি নির্বাচন করবেন, আপনি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট হবেন, লোকে আপনাকে ভোট দেবে।” তার এই কথাগুলো তরুণদের সরাসরি রাজনীতিতে অংশ নিয়ে নেতৃত্ব দেওয়ার প্রতি উৎসাহিত করে।

তিনি বলেন, “কেউ জানতে চাইবে না, আপনি কী পুরস্কার পেয়েছেন আর কী পুরস্কার পাননি। কেননা রাজনীতিবিদের পুরস্কারই হচ্ছে জনতা। রাজনীতিবিদের পুরস্কার হচ্ছে ভোট। রাজনীতিবিদদের পুরস্কার হচ্ছে জনতার জন্য কাজ করে দিনের শেষে বাড়িতে এসে রাত ১২টার পরেও লোকে বাড়িতে বসে চা-পাউরুটি খাওয়া দেখা, এটাই হচ্ছে রাজনীতিবিদদের সার্থকতা।”

 

নিউজটি শেয়ার করুন

তরুণদের প্রতি আব্দুন নূরের বার্তা: 

৮৪ বছর বয়সে নয়, তারুণ্যেই নেতৃত্ব চাই!

আপডেট সময় ০৫:১৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

তরুণ প্রজন্মের প্রতি এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আব্দুন নূর। মঙ্গলবার (২৭ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনারে রাজনৈতিক বিশ্লেষক আব্দুন নূর তুষার তরুণদের উদ্দেশে এক বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, “আপনারাই হচ্ছেন আমাদের স্বপ্ন।”

আব্দুন নূর তুষার তার বক্তব্যে বলেন, “আমি যখন এখানে দাঁড়িয়ে আছি, তখন ভাবছি ২০৬০, ২০৭০ ও ২০৮০ সালের বাংলাদেশকে। আজকে এখানে অনেকেই আছেন, যাদের বয়স ২০ কিংবা ২৫ বছর। আপনাদের বয়স একদিন ৭৫, ৮০ কিংবা ৮৪ হবে। আশা হারাবেন না, ৮৪ বছর বয়সেও প্রধান উপদেষ্টা হওয়া যায়।”

তবে এর পরপরই তিনি আরও গুরুত্বপূর্ণ একটি প্রত্যাশার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, “আমি এ রকম বাংলাদেশ চাই, যেখানে আপনাদের জীবনে যেন ৮৪ বছর বয়সে কাউকে উপদেষ্টা হতে না হয়। সরাসরি নির্বাচন করবেন, আপনি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট হবেন, লোকে আপনাকে ভোট দেবে।” তার এই কথাগুলো তরুণদের সরাসরি রাজনীতিতে অংশ নিয়ে নেতৃত্ব দেওয়ার প্রতি উৎসাহিত করে।

তিনি বলেন, “কেউ জানতে চাইবে না, আপনি কী পুরস্কার পেয়েছেন আর কী পুরস্কার পাননি। কেননা রাজনীতিবিদের পুরস্কারই হচ্ছে জনতা। রাজনীতিবিদের পুরস্কার হচ্ছে ভোট। রাজনীতিবিদদের পুরস্কার হচ্ছে জনতার জন্য কাজ করে দিনের শেষে বাড়িতে এসে রাত ১২টার পরেও লোকে বাড়িতে বসে চা-পাউরুটি খাওয়া দেখা, এটাই হচ্ছে রাজনীতিবিদদের সার্থকতা।”