ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

নির্বাচন নিয়ে ‘টালবাহানা’ শুরু হয়েছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৭:০০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / ২৫৯ বার পড়া হয়েছে

নির্বাচন এবং সরকার গঠন বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন নিয়ে টালবাহানা হচ্ছে। বুধবার (২৮ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত ‘তারুণ্যের সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে তারেক রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে খোলামেলা কথা বলেছেন।

তিনি বলেন ,জনগণের রায় বাস্তবায়ন করতে হলে একটি নির্বাচিত সরকার দরকার। তারেক রহমান বলেন, “যেকোনো দল তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার একটি জবাবদিহিমূলক সরকার, দরকার একটি নির্বাচিত সরকার।”

কিন্তু এখানেই তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “তবে নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই মধ্যে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব আবর্তে ঘুরপাক খাচ্ছে জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ।”

তারেক রহমান ইঙ্গিত দিচ্ছেন যে, নির্বাচন ঘিরে কোনো সুস্পষ্ট পথরেখা নেই এবং বিভিন্ন মহলের মধ্যে সংস্কারের ধরন নিয়ে মতবিরোধ চলছে, যা নির্বাচনের প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে।

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় এই ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠিত হয়। তারেক রহমান ভার্চুয়ালি এই সমাবেশে যুক্ত হয়ে বক্তব্য দেন।

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। তাদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ উল্লেখযোগ্য। এই সমাবেশ থেকে তরুণদের মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কার এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বিএনপির ভাবনা তুলে ধরা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নির্বাচন নিয়ে ‘টালবাহানা’ শুরু হয়েছে: তারেক রহমান

আপডেট সময় ০৭:০০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

নির্বাচন এবং সরকার গঠন বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন নিয়ে টালবাহানা হচ্ছে। বুধবার (২৮ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত ‘তারুণ্যের সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে তারেক রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে খোলামেলা কথা বলেছেন।

তিনি বলেন ,জনগণের রায় বাস্তবায়ন করতে হলে একটি নির্বাচিত সরকার দরকার। তারেক রহমান বলেন, “যেকোনো দল তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার একটি জবাবদিহিমূলক সরকার, দরকার একটি নির্বাচিত সরকার।”

কিন্তু এখানেই তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “তবে নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই মধ্যে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব আবর্তে ঘুরপাক খাচ্ছে জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ।”

তারেক রহমান ইঙ্গিত দিচ্ছেন যে, নির্বাচন ঘিরে কোনো সুস্পষ্ট পথরেখা নেই এবং বিভিন্ন মহলের মধ্যে সংস্কারের ধরন নিয়ে মতবিরোধ চলছে, যা নির্বাচনের প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে।

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় এই ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠিত হয়। তারেক রহমান ভার্চুয়ালি এই সমাবেশে যুক্ত হয়ে বক্তব্য দেন।

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। তাদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ উল্লেখযোগ্য। এই সমাবেশ থেকে তরুণদের মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কার এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বিএনপির ভাবনা তুলে ধরা হয়েছে।