০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

৮ গোলের রোমাঞ্চে ফাইনাল-ভাগ্য রিয়ালেরই

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৫৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • / ৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে কোপা দেল রের সেমিফাইনালের ফিরতি লেগে রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ ৪-৪ গোলে ড্র করেছে। তবে প্রথম লেগে ১-০ গোলে জয় পাওয়ায় ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ।

প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। ১৬ মিনিটে প্রতি-আক্রমণ থেকে এগিয়ে যায় সোসিয়েদাদ, তবে ৩০ মিনিটে এনদ্রিক গোল করে রিয়ালকে সমতায় ফেরান।

৬৫ মিনিটে এমবাপ্পে বদলি হিসেবে মাঠে নামেন। কিন্তু ৭১ মিনিটে ডেভিড আলাবার আত্মঘাতী গোলে আবারও পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। ৮০ মিনিটে আলাবার গায়ে লেগে সোসিয়েদাদের আরেকটি গোল হলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় সোসিয়েদাদ। তখন মনে হচ্ছিল, ফাইনালের দোরগোড়ায় পৌঁছে গেছে তারা।

কিন্তু রিয়াল মাদ্রিদ যে নামেই রোমাঞ্চের আরেক নাম! ৮২ মিনিটে জুড বেলিংহাম গোল করে ব্যবধান কমান, আর ৮৬ মিনিটে চুঁয়ামেনি গোল করে ম্যাচে সমতা ফেরান। যোগ করা সময়ে ওইয়ারজাবালের গোল ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যায়।

নাটকীয়তার চূড়ান্ত পর্ব ঘটে ১১৫ মিনিটে। বদলি খেলোয়াড় আর্দা গুলেরের কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করে রিয়ালকে ফাইনালে তোলেন অ্যান্তনিও রুডিগার।

পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তারা গোলের জন্য ২৬টি শট নেয়, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, রিয়াল সোসিয়েদাদ ১১টি শটের মধ্যে ৫টি লক্ষ্যে রাখে এবং ৪টি গোল করতে সক্ষম হয়।

ফাইনালে কার্লো আনচেলোত্তির দল মুখোমুখি হবে বার্সেলোনা অথবা অ্যাটলেটিকো মাদ্রিদের।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৮ গোলের রোমাঞ্চে ফাইনাল-ভাগ্য রিয়ালেরই

আপডেট সময় ১০:৫৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক : সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে কোপা দেল রের সেমিফাইনালের ফিরতি লেগে রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ ৪-৪ গোলে ড্র করেছে। তবে প্রথম লেগে ১-০ গোলে জয় পাওয়ায় ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ।

প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। ১৬ মিনিটে প্রতি-আক্রমণ থেকে এগিয়ে যায় সোসিয়েদাদ, তবে ৩০ মিনিটে এনদ্রিক গোল করে রিয়ালকে সমতায় ফেরান।

৬৫ মিনিটে এমবাপ্পে বদলি হিসেবে মাঠে নামেন। কিন্তু ৭১ মিনিটে ডেভিড আলাবার আত্মঘাতী গোলে আবারও পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। ৮০ মিনিটে আলাবার গায়ে লেগে সোসিয়েদাদের আরেকটি গোল হলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় সোসিয়েদাদ। তখন মনে হচ্ছিল, ফাইনালের দোরগোড়ায় পৌঁছে গেছে তারা।

কিন্তু রিয়াল মাদ্রিদ যে নামেই রোমাঞ্চের আরেক নাম! ৮২ মিনিটে জুড বেলিংহাম গোল করে ব্যবধান কমান, আর ৮৬ মিনিটে চুঁয়ামেনি গোল করে ম্যাচে সমতা ফেরান। যোগ করা সময়ে ওইয়ারজাবালের গোল ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যায়।

নাটকীয়তার চূড়ান্ত পর্ব ঘটে ১১৫ মিনিটে। বদলি খেলোয়াড় আর্দা গুলেরের কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করে রিয়ালকে ফাইনালে তোলেন অ্যান্তনিও রুডিগার।

পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তারা গোলের জন্য ২৬টি শট নেয়, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, রিয়াল সোসিয়েদাদ ১১টি শটের মধ্যে ৫টি লক্ষ্যে রাখে এবং ৪টি গোল করতে সক্ষম হয়।

ফাইনালে কার্লো আনচেলোত্তির দল মুখোমুখি হবে বার্সেলোনা অথবা অ্যাটলেটিকো মাদ্রিদের।