০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

আন্দোলনে ফিরবেন বেসরকারি অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • / ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:  এমপিওভুক্তির দীর্ঘ অনিশ্চয়তায় থাকা বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা ঈদুল ফিতরের পর আবারও আন্দোলনে ফিরবেন বলে জানিয়েছেন। পুলিশি নির্যাতনের পর তারা গত অক্টোবরে আন্দোলন থামিয়ে ঘরে ফিরলেও, তাদের দাবি পূরণ না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন।

বেসরকারি কলেজের প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষক দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির দাবি জানিয়ে আসছেন। ৩২ বছর ধরে তাদের এই দাবি বাস্তবায়িত হয়নি, এবং বিভিন্ন সরকারের সময়ে বারবার এই বিষয়ে উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান আসেনি।

গত ৫ আগস্ট সরকার পতনের পর ১৫-১৭ অক্টোবর পর্যন্ত তারা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সামনে লাগাতার আন্দোলন করেন, কিন্তু পুলিশি নির্যাতনের কারণে আন্দোলন থামিয়ে দিতে বাধ্য হন।

বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স ফেডারেশনের সভাপতি নেকবর হোসেন বলেন, “গত অক্টোবরে মন্ত্রণালয়ে যে আশ্বাস দেওয়া হয়েছিল, তা শিক্ষকরা সন্তুষ্টিজনক মনে করতে পারেননি। আন্দোলন করার পর অনেক কিছু আদায় হয়েছে, তবে আমাদের দাবি এখনও পূর্ণ হয়নি। আমাদের দাবি যদি এমপিওভুক্তি না হয়, তাহলে আমরা ঈদের পর কঠোর আন্দোলন শুরু করব, প্রয়োজনে আমরণ অনশন করব।”

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ জানান, তারা আন্দোলন না করে সরকারের সহযোগিতা কামনা করছিলেন, তবে এখন পর্যন্ত কোনো অগ্রগতি দেখা যায়নি। তাদের দাবি পূর্ণ না হলে আবারও আন্দোলন শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু ওই সময়ও অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকদের এমপিওভুক্তি চূড়ান্ত করা সম্ভব হয়নি। ২০২০ সালে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিওভুক্তির আশ্বাস দিলেও, অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দিতে সম্মত হয়নি।

এমপিওভুক্তির জন্য দীর্ঘ ৩২ বছর ধরে অপেক্ষা করা এই শিক্ষকরা বর্তমানে বিনা বেতনে শিক্ষকতা করছেন, যার ফলে তারা আবারও তাদের দাবি আদায়ের জন্য আন্দোলনে ফিরে আসতে প্রস্তুত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আন্দোলনে ফিরবেন বেসরকারি অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা

আপডেট সময় ১১:৪৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক:  এমপিওভুক্তির দীর্ঘ অনিশ্চয়তায় থাকা বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা ঈদুল ফিতরের পর আবারও আন্দোলনে ফিরবেন বলে জানিয়েছেন। পুলিশি নির্যাতনের পর তারা গত অক্টোবরে আন্দোলন থামিয়ে ঘরে ফিরলেও, তাদের দাবি পূরণ না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন।

বেসরকারি কলেজের প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষক দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির দাবি জানিয়ে আসছেন। ৩২ বছর ধরে তাদের এই দাবি বাস্তবায়িত হয়নি, এবং বিভিন্ন সরকারের সময়ে বারবার এই বিষয়ে উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান আসেনি।

গত ৫ আগস্ট সরকার পতনের পর ১৫-১৭ অক্টোবর পর্যন্ত তারা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সামনে লাগাতার আন্দোলন করেন, কিন্তু পুলিশি নির্যাতনের কারণে আন্দোলন থামিয়ে দিতে বাধ্য হন।

বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স ফেডারেশনের সভাপতি নেকবর হোসেন বলেন, “গত অক্টোবরে মন্ত্রণালয়ে যে আশ্বাস দেওয়া হয়েছিল, তা শিক্ষকরা সন্তুষ্টিজনক মনে করতে পারেননি। আন্দোলন করার পর অনেক কিছু আদায় হয়েছে, তবে আমাদের দাবি এখনও পূর্ণ হয়নি। আমাদের দাবি যদি এমপিওভুক্তি না হয়, তাহলে আমরা ঈদের পর কঠোর আন্দোলন শুরু করব, প্রয়োজনে আমরণ অনশন করব।”

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ জানান, তারা আন্দোলন না করে সরকারের সহযোগিতা কামনা করছিলেন, তবে এখন পর্যন্ত কোনো অগ্রগতি দেখা যায়নি। তাদের দাবি পূর্ণ না হলে আবারও আন্দোলন শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু ওই সময়ও অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকদের এমপিওভুক্তি চূড়ান্ত করা সম্ভব হয়নি। ২০২০ সালে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিওভুক্তির আশ্বাস দিলেও, অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দিতে সম্মত হয়নি।

এমপিওভুক্তির জন্য দীর্ঘ ৩২ বছর ধরে অপেক্ষা করা এই শিক্ষকরা বর্তমানে বিনা বেতনে শিক্ষকতা করছেন, যার ফলে তারা আবারও তাদের দাবি আদায়ের জন্য আন্দোলনে ফিরে আসতে প্রস্তুত।