বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে তরুণ নিখোঁজ

- আপডেট সময় ১০:০৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে নেমে ফারুক হোসেন (২০) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। বুধবার (২ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে নদীর ততৈতলা এলাকায় বন্ধুদের সঙ্গে গোসলের সময় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ফারুক নারায়ণগঞ্জের সানারপাড় এলাকার আতিক হোসেনের ছেলে। তিনি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছেন এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও ফারুকের বন্ধু জহিরুল ইসলাম জানান, “বুধবার ২২ জনের একটি দল বেড়াতে গজারিয়ায় আসি। দুপুর আড়াইটার দিকে আমরা সেখানে পৌঁছাই। বিকাল সাড়ে চারটার দিকে আমরা ছয়জন গোসল করতে নদীতে নামি।
পাঁচজন গোসল শেষ করে উঠে আসার সময় ফারুক আরও কিছুক্ষণ পানিতে থাকতে চায়। কিন্তু ডুব দিয়ে দীর্ঘক্ষণ উঠে না আসায় আমাদের সন্দেহ হয়। আমরা তাকে খুঁজতে শুরু করি, কিন্তু না পেয়ে স্থানীয় প্রশাসনকে জানাই।”
ফায়ার সার্ভিসের ডুবুরি আবুল খায়ের বলেন, “বিকাল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করি। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।”
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, “এ ঘটনার খবর পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নৌ পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।”