জাকসু হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

- আপডেট সময় ১২:২২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ২৬৩ বার পড়া হয়েছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ২১টি হলকেন্দ্রের ২২৪টি বুথে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে টানা বিকেল ৫টা পর্যন্ত।
ভোটগ্রহণের আগে বুধবার দিবাগত রাতে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয় এবং সকালে প্রতিটি বুথে ব্যালট পত্র সরবরাহ করা হয়। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুরো ক্যাম্পাসে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ক্যাম্পাসের আইনশৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয়েছে ১,৫০০ পুলিশ সদস্য, ৭ প্লাটুন বিজিবি ও ৫ প্লাটুন আনসার। এছাড়া ক্যাম্পাসে এবং আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার জন্য।
নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মীর মশরারফ হোসেন হল-সংলগ্ন গেট এবং প্রান্তিক গেট ব্যতীত সব গেট ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভাসমান দোকান, টারজান পয়েন্ট, পুরাতন পরিবহন চত্বর সংলগ্ন দোকান, নতুন কলা ভবন সংলগ্ন মুরাদ চত্বরের দোকান, প্রান্তিক গেটের উত্তর পাশের কাপড়ের মার্কেট, গেটসংলগ্ন দোকান এবং প্রধান গেটের দোকানগুলো ১১ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সব আবাসিক হলের ভেতরে ক্যান্টিন ও দোকান খোলা রাখা এবং পর্যাপ্ত খাবারের মজুদ নিশ্চিত করার কথা বলা হয়েছে।
একই সঙ্গে গত বুধবার সন্ধ্যা ৬টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় জরুরি বিভাগ (নিরাপত্তা, পানি, বিদ্যুৎ, গ্যাস ও ইন্টারনেট) ছাড়া সব ধরনের মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই সময়ে কেবল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গোলাকার স্টিকারযুক্ত গাড়ি এবং নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। সব স্টাফ বাস প্রান্তিক গেট দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে।
এবারের জাকসু নির্বাচনে মোট ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন প্রার্থী। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী লড়াই করছেন।