ঢাকা ১০:০১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

‘ম্যাস গেদারিং ফর ফিলিস্তিন’ কর্মসূচিতে প্রেসক্লাবের সামনে জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৪:৪৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / ২৮৫ বার পড়া হয়েছে

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের জন্য আয়োজিত ‘ম্যাস গেদারিং ফর ফিলিস্তিন’ কর্মসূচিতে রাজধানীর প্রেসক্লাবের সামনে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছেন।

নানা শ্রেণি-পেশার মানুষ শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকেই প্রেসক্লাব এলাকা ঘিরে জমায়েত হতে থাকেন।

মূলত সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য অনুমতি না পাওয়ায় আয়োজকরা স্থান পরিবর্তন করে প্রেসক্লাবের সামনে কর্মসূচি চালিয়ে যান। সকাল ১০টা থেকে সাধারণ মানুষ, রাজনৈতিক সংগঠনের কর্মী, সামাজিক সংগঠনের সদস্য, ছাত্র-যুবক, এমনকি নানা বয়সের নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশ নিতে আসতে থাকেন।

সমাবেশস্থলে অংশগ্রহণকারীদের হাতে ফিলিস্তিনের জাতীয় পতাকা ও বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল, “স্টপ জেনোসাইড ইন গাজা”, “ফ্রি ফিলিস্তিন”, “ভয় নয়, প্রতিরোধ” ইত্যাদি স্লোগান। অনেকেই ফিলিস্তিনের রঙের পোশাক পরে এসেছিলেন।

প্রেসক্লাব ছাড়াও আশপাশের এলাকা—পল্টন, বায়তুল মোকাররম মসজিদ চত্বর, জাতীয় ঈদগাহ মাঠ পর্যন্ত মানুষ ছড়িয়ে পড়ে। ট্রাফিক ব্যাহত হয়, আশেপাশের রাস্তাগুলোয় যানজট তৈরি হয়।

এর আগে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত ‘ম্যাস গেদারিং ফর ফিলিস্তিন’ কর্মসূচির ডাক দেয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির উদ্দেশ্য শুধু প্রতিবাদ নয়, বিশ্ববাসীর কাছে ফিলিস্তিনের ওপর চলমান সহিংসতার প্রকৃত চিত্র তুলে ধরা।

সমাবেশে সংহতি প্রকাশ করতে বিভিন্ন ইসলামি সংগঠন, শিক্ষার্থী সংগঠন এবং মানবাধিকারকর্মীরাও অংশ নেন। কিছুসংখ্যক বিদেশি নাগরিককেও কর্মসূচিতে দেখা যায়, যারা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে ফিলিস্তিনের ন্যায্য অধিকারের সমর্থন জানান।

পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই সতর্ক অবস্থানে ছিল তারা। এখন পর্যন্ত সমাবেশ শান্তিপূর্ণভাবেই চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘ম্যাস গেদারিং ফর ফিলিস্তিন’ কর্মসূচিতে প্রেসক্লাবের সামনে জনতার ঢল

আপডেট সময় ০৪:৪৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের জন্য আয়োজিত ‘ম্যাস গেদারিং ফর ফিলিস্তিন’ কর্মসূচিতে রাজধানীর প্রেসক্লাবের সামনে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছেন।

নানা শ্রেণি-পেশার মানুষ শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকেই প্রেসক্লাব এলাকা ঘিরে জমায়েত হতে থাকেন।

মূলত সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য অনুমতি না পাওয়ায় আয়োজকরা স্থান পরিবর্তন করে প্রেসক্লাবের সামনে কর্মসূচি চালিয়ে যান। সকাল ১০টা থেকে সাধারণ মানুষ, রাজনৈতিক সংগঠনের কর্মী, সামাজিক সংগঠনের সদস্য, ছাত্র-যুবক, এমনকি নানা বয়সের নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশ নিতে আসতে থাকেন।

সমাবেশস্থলে অংশগ্রহণকারীদের হাতে ফিলিস্তিনের জাতীয় পতাকা ও বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল, “স্টপ জেনোসাইড ইন গাজা”, “ফ্রি ফিলিস্তিন”, “ভয় নয়, প্রতিরোধ” ইত্যাদি স্লোগান। অনেকেই ফিলিস্তিনের রঙের পোশাক পরে এসেছিলেন।

প্রেসক্লাব ছাড়াও আশপাশের এলাকা—পল্টন, বায়তুল মোকাররম মসজিদ চত্বর, জাতীয় ঈদগাহ মাঠ পর্যন্ত মানুষ ছড়িয়ে পড়ে। ট্রাফিক ব্যাহত হয়, আশেপাশের রাস্তাগুলোয় যানজট তৈরি হয়।

এর আগে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত ‘ম্যাস গেদারিং ফর ফিলিস্তিন’ কর্মসূচির ডাক দেয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির উদ্দেশ্য শুধু প্রতিবাদ নয়, বিশ্ববাসীর কাছে ফিলিস্তিনের ওপর চলমান সহিংসতার প্রকৃত চিত্র তুলে ধরা।

সমাবেশে সংহতি প্রকাশ করতে বিভিন্ন ইসলামি সংগঠন, শিক্ষার্থী সংগঠন এবং মানবাধিকারকর্মীরাও অংশ নেন। কিছুসংখ্যক বিদেশি নাগরিককেও কর্মসূচিতে দেখা যায়, যারা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে ফিলিস্তিনের ন্যায্য অধিকারের সমর্থন জানান।

পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই সতর্ক অবস্থানে ছিল তারা। এখন পর্যন্ত সমাবেশ শান্তিপূর্ণভাবেই চলছে।