গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ১০০ ফিলিস্তিনি নিহত, মোট মৃত্যু ৫০,৫০০ ছাড়াল

- আপডেট সময় ১০:২২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় মাত্র একদিনে আরও শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ১৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এই তথ্য জানায়।
প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি উল্লেখ করে বলা হয়, গত ২৪ ঘণ্টার হামলায় কমপক্ষে ১০০ জন নিহত এবং ১৩৮ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই নিয়ে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা ৫০,৫২৩ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৭৭৬ জনে পৌঁছেছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় এখনও বহু মানুষ আটকা পড়ে আছেন, কিন্তু উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েলি বাহিনী নতুন করে হামলা জোরদার করার পর থেকে এ পর্যন্ত ১ হাজার ১৬৩ জন ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ৭০০ জনের বেশি আহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি ইসরায়েল গাজায় একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। কিন্তু সেই যুদ্ধবিরতি মাত্র দুই মাস স্থায়ী হয় এবং মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ইসরায়েলি বাহিনী আবারও ব্যাপক বিমান হামলা শুরু করে।
এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।