মেসির দেহরক্ষী চুকোর জন্য বড় দুঃসংবাদ: মাঠে থাকার অনুমতি হারালেন

- আপডেট সময় ১০:২৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে
ইন্টার মায়ামিতে লিওনেল মেসির খেলার সময় সাইডলাইনে সবসময় উপস্থিত থাকা তার ব্যক্তিগত দেহরক্ষী ইয়াসিন চুকোর জন্য এলো একটি বড় দুঃসংবাদ। দীর্ঘদিন ধরে মেসির নিরাপত্তার দায়িত্বে থাকা চুকোকে এখন থেকে আর মাঠের আশপাশে দেখা যাবে না।
মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই চুকোর কার্যকলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে আসছিল। কালো পোশাকে তাকে মেসির প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখতে এবং মাঠে কোনো অনুপ্রবেশকারী ঢুকলে তৎক্ষণাৎ তাদের বের করে দিতে দেখা যেত। এসব ভিডিও তাকে সমর্থকদের কাছে পরিচিত করে তুলেছিল।
সম্প্রতি এক স্প্যানিশ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে চুকো জানান, “আয়োজকরা আর আমাকে মাঠে থাকতে দেবে না। আমি সাত বছর ইউরোপে কাজ করেছি—লিগ ওয়ান এবং চ্যাম্পিয়ন্স লিগে। সেখানে মাত্র ছয়জন মাঠে ঢুকতে পেরেছিল। কিন্তু আমেরিকায় এসে মাত্র ২০ মাসে ১৬ জন মাঠে প্রবেশ করেছে। এটি এখানে একটি বড় সমস্যা। আমি মেসিকে সাহায্য করতে চাই।”
আমেরিকার মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে যে, মেসির নিরাপত্তার দায়িত্ব তাদের নিজস্ব নিরাপত্তারক্ষীরা সামলাবেন। এজন্য আলাদা কোনো ব্যক্তিগত দেহরক্ষী রাখার প্রয়োজন নেই বলে তারা মত দিয়েছে।
এদিকে, গত সপ্তাহে ইউটিউবার ও বক্সার লোগান পলের সঙ্গে বক্সিং ম্যাচে লড়ার প্রস্তাব গ্রহণ করেছেন চুকো। এর আগে লোগান পল একাধিকবার মেসিকে বক্সিং ম্যাচের জন্য চ্যালেঞ্জ জানিয়েছিলেন, কিন্তু মেসি কখনোই সেই প্রস্তাবের জবাব দেননি। পরে পল চুকোর প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন, এবং চুকো সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন।
চুকোর মাঠে অনুপস্থিতি মেসির নিরাপত্তা ব্যবস্থায় কী প্রভাব ফেলবে, তা এখনো স্পষ্ট নয়। তবে তার এই বিদায় সমর্থকদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে।