কাপাসিয়ার রানীগঞ্জে মুসল্লিদের বাধায় নাটকের মঞ্চায়ন বন্ধ

- আপডেট সময় ১০:৪২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জে স্থানীয় মুসল্লিদের আপত্তির মুখে একটি নাটকের মঞ্চায়ন বাতিল করতে বাধ্য হয়েছেন আয়োজকরা। ‘আপন দুলাল’ নামের গীতিনাট্যটি বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে মঞ্চস্থ হওয়ার কথা ছিল।
আয়োজক সংগঠন রানীগঞ্জ উদয়ন সংঘের পক্ষ থেকে জানানো হয়, প্রায় এক মাস ধরে নাটকটির মহড়া চলছিল। রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে গত ৫২ বছর ধরে স্থানীয় সংস্কৃতিকর্মীরা নিয়মিত নাটক, গীতিনাট্য ও পালাগানের আয়োজন করে আসছেন। এটি ছিল এই আয়োজনের ৫২তম আসর।
এর আগে রমজান মাসের শুরুতে রানীগঞ্জ উদয়ন কিন্ডারগার্টেন স্কুল মাঠে নাটকটি মঞ্চায়নের চেষ্টা করা হলেও মুসল্লিদের বাধায় তা স্থগিত করা হয়। পরবর্তীতে বুধবার উদয়ন সংঘ মাঠে মঞ্চ তৈরি করে বৃহস্পতিবার সকালে নাটক মঞ্চায়নের প্রস্তুতি নেওয়া হলে আবারও একই বাধার সম্মুখীন হন তারা।
নাটক আয়োজনের সঙ্গে যুক্ত উপজেলা যুবলীগের সাবেক সদস্য খন্দকার শাহাদাত হোসেন সেলিম জানান, বুধবার রাতে তারা প্রস্তুতি নিয়ে বাজারে বসেছিলেন। এসময় রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম মো. আজিজুল হক তুষার ও সভাপতি মো. সিরাজুল ইসলামসহ কয়েকজন মুসল্লি এসে নাটক মঞ্চায়ন না করার জন্য বলেন এবং ভবিষ্যতে এখানে নাটক স্থায়ীভাবে বন্ধ রাখার কথা জানান।
এরপর বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে ডেকোরেটরের কর্মীরা এসে তৈরি মঞ্চ ও প্যান্ডেল খুলে নিয়ে যায়। সেলিম দাবি করেন, ‘আপন দুলাল’ কোনো অশ্লীল নাটক নয়, এটি একটি পরিশীলিত গীতিনাট্য যাতে কোনো নারী চরিত্রও নেই। তিনি এতদিনের প্রস্তুতি ও শ্রম ব্যর্থ হওয়ায় হতাশা প্রকাশ করেন।
অন্যদিকে, রানীগঞ্জ বাজার মসজিদের সভাপতি মো. সিরাজুল ইসলাম অভিযোগ করেন, গত কয়েক বছর ধরে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী নাটক মঞ্চায়নের আড়ালে অশালীন কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন।
তিনি জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরার উপস্থিতিতে দুর্গাপুর ইউনিয়নে কোনো প্রকার অশ্লীল নাচ বা অনুষ্ঠান করতে না দেওয়ার পূর্ব সিদ্ধান্ত ছিল। মুসল্লিদের বাধার পর ওই মঞ্চের স্থানে বৃহস্পতিবার সন্ধ্যায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
মসজিদের ইমাম মো. আজিজুল হক তুষার বলেন, নাটকটি সমাজে খারাপ প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কায় স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা সম্মিলিতভাবে আয়োজকদের মঞ্চায়ন না করার জন্য অনুরোধ করেন। আয়োজকরাও বৃহত্তর স্বার্থে সেই অনুরোধ রেখেছেন।
সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা বলেন, নাটক মঞ্চায়নের নামে রানীগঞ্জ বাজার এলাকায় মাদক ও অশালীন কর্মকাণ্ডের প্রসার ঘটছিল। তাই সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে এটি প্রতিরোধ করেছে। তিনি কাপাসিয়াকে মাদকমুক্ত করার লক্ষ্যে বিভিন্ন স্থানে মাদকবিরোধী সমাবেশের কথাও উল্লেখ করেন।
এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনিম জানান, ঘটনাটি সম্পর্কে কোনো পক্ষই থানা বা উপজেলা প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ইউএনও বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।