জরিমানার বিনিময়ে মাঠে ফিরছেন এমবাপ্পে-রুডিগাররা

- আপডেট সময় ১১:৪৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
- / ৩০ বার পড়া হয়েছে
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচ শেষে উদযাপনের সময় প্রতিপক্ষ সমর্থকদের অসম্মান করার অভিযোগে আলোচনায় এসেছেন রিয়ালের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, অ্যান্তোনি রুডিগার এবং দানি সেবায়োস।
আগামী ৯ এপ্রিল বাংলাদেশ সময় রাতে আর্সেনালের মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লড়তে নামবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে নিষেধাজ্ঞার আশঙ্কায় ছিলেন উল্লিখিত চার তারকা। কিন্তু উয়েফা জরিমানার শর্তে তাদের খেলার অনুমতি দিয়েছে।
সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের তথ্য অনুযায়ী, উয়েফা রুডিগারের জন্য ৪০ হাজার ইউরো, এমবাপ্পের জন্য ৩০ হাজার ইউরো এবং সেবায়োসের জন্য ২০ হাজার ইউরো জরিমানা আরোপ করেছে। ভিনিসিয়াসের জন্যও জরিমানা নির্ধারণ করা হয়েছে। মোট ৯০ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা, জরিমানা গুনতে হবে রিয়াল মাদ্রিদকে।
এছাড়া এমবাপ্পে ও রুডিগারের ওপর এক ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করেছে উয়েফা। তবে এই সাজা এক বছরের মধ্যে যেকোনো সময় কার্যকর করা যাবে বলে জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফলে চলতি মৌসুমের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাদের অনুপস্থিতি ঘটবে না। উয়েফার বক্তব্য, রিয়ালের এই ফুটবলাররা আচরণবিধির প্রাথমিক ধারা লঙ্ঘন করেছেন, যার জন্য এই শাস্তি।