ক্রিভি রিহে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা: শিশুসহ নিহত ১৮, আহত ৫০ জনের বেশি

- আপডেট সময় ১০:০৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
শুক্রবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি আবাসিক এলাকায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জন শিশু রয়েছে। হামলায় আহত হয়েছেন ৫০ জনের বেশি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন।
হামলার পর উদ্ধার অভিযান চলছে। জেলেনস্কি পশ্চিমাদের প্রতি মস্কোর ওপর আরও চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন।
নিপ্রোপেত্রভক্সের গভর্নর সেরহি লিসাক টেলিগ্রামে জানিয়েছেন, হামলায় আবাসিক এলাকার বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে আগুনও লাগে। এছাড়া টেলিগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওতে রাস্তায় হতাহতদের দেহ পড়ে থাকতে দেখা গেছে। একটি খেলার মাঠের ভিডিওতেও ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে।
জরুরি সেবা বিভাগের কর্মীরা জানিয়েছেন, আহতদের মধ্যে ৩০ জনের বেশি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে তিন মাসের শিশুও রয়েছে।
একটি স্থানীয় মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, রুশ বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিভি শহরে ইউক্রেনীয় সেনা এবং বিদেশি প্রশিক্ষকদের একটি সমাবেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হামলায় ৮৫ জন বিদেশি সেনা এবং ২০টির বেশি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।