নাহিদ ইসলামের সিলেট সফর: আল-হারামাইনে কেন গিয়েছিলেন তিনি?

- আপডেট সময় ১০:১৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের সিলেট সফর এবং আল-হারামাইন হাসপাতালে যাওয়া নিয়ে সিলেটে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে নাহিদ ইসলাম স্ত্রীসহ সিলেটে আসেন এবং সোবহানীঘাট এলাকার আল-হারামাইন হাসপাতালে যান। তার এই আকস্মিক সফর এবং ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসিরের মালিকানাধীন হাসপাতালে যাওয়া নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
আল-হারামাইন হাসপাতালের জেনারেল ম্যানেজার পারভেজ আহমদ জানান, নাহিদ ইসলাম পায়ে আঘাত পেয়ে হাসপাতালে এসেছিলেন এবং অর্থোপেডিক্স ডাক্তার দেখিয়ে হাসপাতাল ত্যাগ করেন।
এনসিপি সূত্র জানায়, নাহিদ ইসলাম ইউএস-বাংলার ফ্লাইটে (বিএস-৫৩৫) সিলেট আসেন এবং হাসপাতালে ঘণ্টাখানেক অবস্থানের পর মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন। শুক্রবার রাতে তিনি শ্রীমঙ্গলের একটি রিসোর্টে অবস্থান করছিলেন এবং শনিবার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসিরের বিরুদ্ধে অতীতে অর্থ পাচারের অভিযোগ উঠেছিল। এছাড়াও, ৫ জানুয়ারির নির্বাচনের পর তার কাজী ক্যাসেল বাড়িতে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের কারণে তিনি সমালোচিত হয়েছিলেন।
এসব ঘটনার প্রেক্ষিতে, নাহিদ ইসলামের আল-হারামাইন হাসপাতালে যাওয়া নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।