দুই হাতে বোলিংয়ে উইকেট নিয়ে আইপিএলে কামিন্দু মেন্ডিসের রেকর্ড

- আপডেট সময় ১২:০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / ৩১ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কার অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে দুই হাতে বোলিং করে রেকর্ড গড়েছেন। গতকাল ইডেন গার্ডেনসে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অভিষেক ম্যাচে তিনি এই কীর্তি গড়েন। একটি ওভারে বাম ও ডান হাতে বোলিং করে ২৬ বছর বয়সী এই ক্রিকেটার একটি উইকেটও তুলে নেন।
ম্যাচে কামিন্দু ১৩তম ওভারে বল হাতে নেন। ওভারের তিনটি বল বাম হাতে এবং বাকি তিনটি ডান হাতে করেন তিনি। চতুর্থ বলে অঙ্কৃশ রঘুবংশীকে সতীর্থ হার্শাল প্যাটেলের ক্যাচে আউট করেন। তবে এই দিনে জয়ের স্বাদ পাননি তিনি। তার দল সানরাইজার্স হায়দরাবাদ কলকাতার কাছে ৮০ রানে হেরে যায়। ব্যাট হাতে কামিন্দু দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন।
দুই হাতে বোলিংয়ের দক্ষতা কামিন্দুর শৈশব থেকেই। ২০১৬ সালে বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এই ক্ষমতা প্রকাশ করে তিনি আলোচনায় আসেন। পরে জাতীয় দলেও এই ধারা অব্যাহত রাখেন। গত বছর ভারতের সূর্যকুমার যাদব ও ঋষভ পন্তের বিপক্ষেও দুই হাতে বোলিং করেছেন তিনি।
যদিও আন্তর্জাতিক ক্রিকেটে দুই হাতে বোলিংয়ের প্রথম কীর্তি তার নয়। ১৯৯৬ সালে বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার হাশান তিলকরত্নে এই কৃতিত্ব দেখান। তারও আগে, ১৯৫৮ সালে পাকিস্তানের হানিফ মোহাম্মদ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই হাতে বোলিং করেন। সেই ম্যাচে গ্যারি সোবার্স ৩৬৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন, যা ১৯৯৪ সালে ব্রায়ান লারার ৩৭৫ রানের আগ পর্যন্ত টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল।
কামিন্দুর এই বিরল প্রতিভা তাকে ক্রিকেটে সব্যসাচী হিসেবে আলাদা করে তুলেছে।