কালীগঞ্জে রেলব্রিজের নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

- আপডেট সময় ১২:৪২:০২ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
ঢাকা-চট্টগ্রাম রেলপথের কালীগঞ্জে ঘোড়াশাল রেলব্রিজের নিচ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জের দেওপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তার পরনে ছিল ফিরোজা নীল রঙের ফুলহাতা গেঞ্জি ও গাঢ় নীল ট্রাউজার, যা মলিন, ধুলোমাখা ও কিছু অংশে ছেঁড়া ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঘোড়াশাল রেলব্রিজের নিচে বালুর মধ্যে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য এটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে মনে হচ্ছে, ঢাকা থেকে আসা কোনো ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। নিহতের ডান পা ভাঙা, মাথা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ট্রেন থেকে পড়ার সময় এসব আঘাত পেয়ে থাকতে পারেন।” তিনি আরও বলেন, পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় রেলপথে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে।