০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে ২৮ জনের ৩ কোটি টাকা আত্মসাৎ, দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৪:২২ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা বলে ২৮ জনের কাছ থেকে ৩ কোটি ১০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীরা জানান, দালাল চক্র তাদের পাসপোর্টও ফেরত দেয়নি।

সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রহিম মুকুল জানান, রহিজ উদ্দিন কাপালী, ছাবাস উদ্দিন কাপালী, সালমা বেগম, শাহ আলম, বাবুল কাপালী ও সিয়াম নামের ব্যক্তিদের একটি চক্র অস্ট্রেলিয়ায় পাঠানোর লোভ দেখিয়ে তাদের কাছ থেকে প্রায় দুই বছরে ৩ কোটি ১০ লাখ টাকা নিয়েছে।

এ সময় তাদের পাসপোর্টও নেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত পাসপোর্ট ও টাকা ফেরত দেয়নি চক্রটি।

ভুক্তভোগীদের অভিযোগ, দালাল চক্রের কাছে অনেকেই সর্বস্ব হারিয়েছেন। একাধিকবার পাসপোর্ট ও টাকা ফেরত চেয়েও তারা পাননি। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় অভিযোগ করা হলেও পুলিশ এখন পর্যন্ত তা আমলে নেয়নি।

দালাল চক্রের হোতা রহিজ উদ্দিন কাপালী সপরিবারে পলাতক। ভুক্তভোগীরা চক্রটিকে দ্রুত আইনের আওতায় এনে টাকা ও পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক শান্ত দেব জানান, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। তবে অভিযোগকারীরা প্রয়োজনীয় নথিপত্র জমা দেননি। তারপরও বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে ২৮ জনের ৩ কোটি টাকা আত্মসাৎ, দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় ১২:৫৪:২২ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা বলে ২৮ জনের কাছ থেকে ৩ কোটি ১০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীরা জানান, দালাল চক্র তাদের পাসপোর্টও ফেরত দেয়নি।

সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রহিম মুকুল জানান, রহিজ উদ্দিন কাপালী, ছাবাস উদ্দিন কাপালী, সালমা বেগম, শাহ আলম, বাবুল কাপালী ও সিয়াম নামের ব্যক্তিদের একটি চক্র অস্ট্রেলিয়ায় পাঠানোর লোভ দেখিয়ে তাদের কাছ থেকে প্রায় দুই বছরে ৩ কোটি ১০ লাখ টাকা নিয়েছে।

এ সময় তাদের পাসপোর্টও নেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত পাসপোর্ট ও টাকা ফেরত দেয়নি চক্রটি।

ভুক্তভোগীদের অভিযোগ, দালাল চক্রের কাছে অনেকেই সর্বস্ব হারিয়েছেন। একাধিকবার পাসপোর্ট ও টাকা ফেরত চেয়েও তারা পাননি। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় অভিযোগ করা হলেও পুলিশ এখন পর্যন্ত তা আমলে নেয়নি।

দালাল চক্রের হোতা রহিজ উদ্দিন কাপালী সপরিবারে পলাতক। ভুক্তভোগীরা চক্রটিকে দ্রুত আইনের আওতায় এনে টাকা ও পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক শান্ত দেব জানান, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। তবে অভিযোগকারীরা প্রয়োজনীয় নথিপত্র জমা দেননি। তারপরও বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।