০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

ঈদের সিনেমায় মাল্টিপ্লেক্সে দর্শকদের উপচে পড়া ভিড়, টিকিট পেতে হাহাকার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / ৪০ বার পড়া হয়েছে

ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে মুক্তি পাওয়া বাংলা সিনেমাগুলো। ঈদের দিন থেকে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।

দর্শকেরা এতটাই আগ্রহী যে, মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ হলিউড সিনেমার শো কমিয়েও দর্শকদের সামাল দিতে পারছে না।

স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে দেখা যাচ্ছে, ঈদের দিন থেকে পরের কয়েক দিনের প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে। এমনকি ঈদের পঞ্চম দিনেও সামনের দুই দিনের টিকিট শেষ। কাউন্টারে গিয়েও টিকিট পাওয়া যাচ্ছে না। কাউন্টার খোলার এক ঘণ্টার মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যাচ্ছে।

গত পাঁচ-ছয় বছর ধরে ঈদের সময় মাল্টিপ্লেক্সগুলোতে বাংলা সিনেমার এমন জোয়ার দেখা যাচ্ছে। ২০২২ সালে ‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমার সাফল্যের পর থেকে এই প্রবণতা আরও বেড়েছে।

শাকিব খানের ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘তুফান’ এবং নিশোর ‘সুড়ঙ্গ’ দর্শকদের মাল্টিপ্লেক্সমুখী করেছে। এবারের ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’ ও ‘চক্কর ৩০২’ সিনেমাগুলোও দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

মাল্টিপ্লেক্সগুলোতে আগামী কয়েক দিনের টিকিটও অগ্রিম বিক্রি হয়ে গেছে। স্টার সিনেপ্লেক্সের কর্মকর্তারা জানিয়েছেন, দর্শকদের এই অভূতপূর্ব সাড়া তাদের আনন্দিত করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঈদের সিনেমায় মাল্টিপ্লেক্সে দর্শকদের উপচে পড়া ভিড়, টিকিট পেতে হাহাকার

আপডেট সময় ০৫:০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে মুক্তি পাওয়া বাংলা সিনেমাগুলো। ঈদের দিন থেকে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।

দর্শকেরা এতটাই আগ্রহী যে, মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ হলিউড সিনেমার শো কমিয়েও দর্শকদের সামাল দিতে পারছে না।

স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে দেখা যাচ্ছে, ঈদের দিন থেকে পরের কয়েক দিনের প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে। এমনকি ঈদের পঞ্চম দিনেও সামনের দুই দিনের টিকিট শেষ। কাউন্টারে গিয়েও টিকিট পাওয়া যাচ্ছে না। কাউন্টার খোলার এক ঘণ্টার মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যাচ্ছে।

গত পাঁচ-ছয় বছর ধরে ঈদের সময় মাল্টিপ্লেক্সগুলোতে বাংলা সিনেমার এমন জোয়ার দেখা যাচ্ছে। ২০২২ সালে ‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমার সাফল্যের পর থেকে এই প্রবণতা আরও বেড়েছে।

শাকিব খানের ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘তুফান’ এবং নিশোর ‘সুড়ঙ্গ’ দর্শকদের মাল্টিপ্লেক্সমুখী করেছে। এবারের ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’ ও ‘চক্কর ৩০২’ সিনেমাগুলোও দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

মাল্টিপ্লেক্সগুলোতে আগামী কয়েক দিনের টিকিটও অগ্রিম বিক্রি হয়ে গেছে। স্টার সিনেপ্লেক্সের কর্মকর্তারা জানিয়েছেন, দর্শকদের এই অভূতপূর্ব সাড়া তাদের আনন্দিত করেছে।