দেড় মাস পর ডেঙ্গুতে আবারও মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০

- আপডেট সময় ১১:৫০:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেড় মাস পর আবারও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে।
এই সময়ে নতুন করে ১০ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে ৪ জন ঢাকার হাসপাতালে এবং ৬ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭১.৪ শতাংশ পুরুষ এবং ২৮.৬ শতাংশ নারী।
তথ্যমতে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১,৯০২ জন। এর মধ্যে ৬২.৫ শতাংশ পুরুষ এবং ৩৭.৫ শতাংশ নারী। এর আগে, সর্বশেষ ১৭ ফেব্রুয়ারি একই এলাকার হাসপাতালে একজন মধ্যবয়সী নারীর মৃত্যু হয়েছিল।