কর্মস্থল থেকে ফেরার পথে নারী পোশাককর্মী ছুরিকাঘাতে নিহত

- আপডেট সময় ১১:৫২:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / ৩৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে চাঁদনি খাতুন (৩০) নামে এক নারী পোশাককর্মী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের বন্দর থানাধীন বাকের আলী টেকের মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান জানান, এই হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে খুঁজছে পুলিশ। কর্মস্থল থেকে ফেরার পথে ওই নারীকে ছুরিকাঘাত করা হয়েছে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ চমেক হাসপাতাল মর্গে রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত চাঁদনি খাতুন খুলনা জেলার দাকোপ উপজেলার খাজুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকার এভারটোব বাংলাদেশ লিমিটেড নামক একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। চাঁদনি বন্দর থানার ঊষাপাড়া মাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
গুরুতর আহত অবস্থায় ওই নারীকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া জনি নামে এক ব্যক্তি জানান, রাস্তায় ওই নারীকে গুরুতর আহত অবস্থায় পাওয়ার পর কয়েকজন মিলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গাড়িতে থাকা অবস্থায় তিনি জানান, তার স্বামী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
পুলিশ এই ঘটনাটি তদন্ত করছে এবং নিহতের স্বামীর জড়িত থাকার অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে।