০৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

ভারতে বাস দুর্ঘটনায় ৭০ জনের বেশি বাংলাদেশি পর্যটক, নিহত ১, আহত ১৫

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / ২১ বার পড়া হয়েছে

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৭০ জনের বেশি বাংলাদেশি পর্যটক হতাহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকালে ভুবনেশ্বরের উত্তরচক এলাকায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় একজন নিহত এবং ১৫ জন গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, তবে আহতদের চিকিৎসার জন্য ক্যাপিটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় বাসে থাকা পর্যটকরা বাংলাদেশের ছিলেন এবং তারা পুরি সফরে যাচ্ছিলেন। এর আগে তারা কাশি বিশ্বনাথ মন্দির পরিদর্শন করেছিলেন। স্থানীয় সংবাদমাধ্যম ওড়িশা টিভি জানিয়েছে, দুর্ঘটনার শিকার পর্যটকদের অধিকাংশই বাংলাদেশি ছিলেন এবং তারা পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুর থেকে এসেছিলেন।

দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি উত্তরচকের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে কিছু যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভারতে বাস দুর্ঘটনায় ৭০ জনের বেশি বাংলাদেশি পর্যটক, নিহত ১, আহত ১৫

আপডেট সময় ১১:১০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৭০ জনের বেশি বাংলাদেশি পর্যটক হতাহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকালে ভুবনেশ্বরের উত্তরচক এলাকায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় একজন নিহত এবং ১৫ জন গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, তবে আহতদের চিকিৎসার জন্য ক্যাপিটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় বাসে থাকা পর্যটকরা বাংলাদেশের ছিলেন এবং তারা পুরি সফরে যাচ্ছিলেন। এর আগে তারা কাশি বিশ্বনাথ মন্দির পরিদর্শন করেছিলেন। স্থানীয় সংবাদমাধ্যম ওড়িশা টিভি জানিয়েছে, দুর্ঘটনার শিকার পর্যটকদের অধিকাংশই বাংলাদেশি ছিলেন এবং তারা পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুর থেকে এসেছিলেন।

দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি উত্তরচকের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে কিছু যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।