০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
হজ মৌসুমে নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ

বাংলাদেশসহ ১৩ দেশের ওপর সৌদি আরবের সাময়িক ভিসা নিষেধাজ্ঞা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / ২৯ বার পড়া হয়েছে

পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে নিরাপত্তা এবং অতিরিক্ত ভিড় এড়াতে সৌদি আরব ১৩টি দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞা বাংলাদেশ, পাকিস্তানসহ অন্যান্য দেশগুলোর ওমরাহ, ব্যবসা এবং পারিবারিক ভিসার ওপর প্রযোজ্য হবে।

সূত্র জানায়, এই নিষেধাজ্ঞা জুনের মাঝামাঝি সময়ে প্রত্যাহার হতে পারে। কূটনৈতিক সূত্রগুলোর মতে, ১৩ এপ্রিল পর্যন্ত ওমরাহ ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।

এই দেশগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া এবং ইয়েমেন।

এছাড়া, সৌদি আরবের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো ভিসাধারী নিয়ম ভেঙে সৌদি আরবে প্রবেশ করলে তাদের পুনঃপ্রবেশ এবং অবস্থানের ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

এই সিদ্ধান্তের আওতায় সৌদি সরকার পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, এবং পাকিস্তানি ওমরাহ ভিসাধারীদের ২৯ এপ্রিলের মধ্যে দেশে ফিরে আসার পরামর্শ দিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, কিছু ভ্রমণকারী দীর্ঘমেয়াদি ভিসায় প্রবেশ করে অনুমতি ছাড়া হজ করতে আসেন, যা ভিড়ের সৃষ্টি করে এবং নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হজ মৌসুমে নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ

বাংলাদেশসহ ১৩ দেশের ওপর সৌদি আরবের সাময়িক ভিসা নিষেধাজ্ঞা

আপডেট সময় ১১:১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে নিরাপত্তা এবং অতিরিক্ত ভিড় এড়াতে সৌদি আরব ১৩টি দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞা বাংলাদেশ, পাকিস্তানসহ অন্যান্য দেশগুলোর ওমরাহ, ব্যবসা এবং পারিবারিক ভিসার ওপর প্রযোজ্য হবে।

সূত্র জানায়, এই নিষেধাজ্ঞা জুনের মাঝামাঝি সময়ে প্রত্যাহার হতে পারে। কূটনৈতিক সূত্রগুলোর মতে, ১৩ এপ্রিল পর্যন্ত ওমরাহ ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।

এই দেশগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া এবং ইয়েমেন।

এছাড়া, সৌদি আরবের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো ভিসাধারী নিয়ম ভেঙে সৌদি আরবে প্রবেশ করলে তাদের পুনঃপ্রবেশ এবং অবস্থানের ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

এই সিদ্ধান্তের আওতায় সৌদি সরকার পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, এবং পাকিস্তানি ওমরাহ ভিসাধারীদের ২৯ এপ্রিলের মধ্যে দেশে ফিরে আসার পরামর্শ দিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, কিছু ভ্রমণকারী দীর্ঘমেয়াদি ভিসায় প্রবেশ করে অনুমতি ছাড়া হজ করতে আসেন, যা ভিড়ের সৃষ্টি করে এবং নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে।