০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

পিলখানায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল দাবিতে অবস্থান

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে

পিলখানা হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে আজ (রোববার) সকাল সাড়ে ১০টা থেকে পিলখানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

জিগাতলার বিজিবি ৪ নম্বর গেটের সামনে এই কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া রায়টকার ও জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।

ধানমন্ডি থানা পুলিশ বিজিবি সদর দপ্তরের ৪ নম্বর গেটের সামনে অবস্থান না নেওয়ার জন্য আন্দোলনকারীদের অনুরোধ জানায়।

আন্দোলনে অংশ নেওয়া তারেক আজিজ নামের একজন বলেন, “আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের দাবি একটাই— ক্ষতিপূরণসহ আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা কোনো বিশৃঙ্খলা বা হাঙ্গামা করতে এখানে আসিনি, দাবি আদায়ের জন্য এসেছি।”

উল্লেখ্য, পিলখানা হত্যাকাণ্ডের পর বহু বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুত বিডিআর সদস্যরা দীর্ঘদিন ধরে তাদের পুনর্বহাল ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে আসছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পিলখানায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল দাবিতে অবস্থান

আপডেট সময় ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

পিলখানা হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে আজ (রোববার) সকাল সাড়ে ১০টা থেকে পিলখানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

জিগাতলার বিজিবি ৪ নম্বর গেটের সামনে এই কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া রায়টকার ও জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।

ধানমন্ডি থানা পুলিশ বিজিবি সদর দপ্তরের ৪ নম্বর গেটের সামনে অবস্থান না নেওয়ার জন্য আন্দোলনকারীদের অনুরোধ জানায়।

আন্দোলনে অংশ নেওয়া তারেক আজিজ নামের একজন বলেন, “আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের দাবি একটাই— ক্ষতিপূরণসহ আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা কোনো বিশৃঙ্খলা বা হাঙ্গামা করতে এখানে আসিনি, দাবি আদায়ের জন্য এসেছি।”

উল্লেখ্য, পিলখানা হত্যাকাণ্ডের পর বহু বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুত বিডিআর সদস্যরা দীর্ঘদিন ধরে তাদের পুনর্বহাল ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে আসছেন।