০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

কক্সবাজারে জমি বিরোধে নিহত ৩ জন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / ২৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ার কুতুপালং পশ্চিমপাড়ায় চাচাতো ভাই-বোনদের মধ্যে জমি নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কুতুপালং বাজার জামে মসজিদের খতিব ও জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, তাঁর চাচাতো ভাই আব্দুল মান্নান এবং শাহিনা বেগম।

স্থানীয়রা জানায়, আব্দুল্লাহ আল মামুন বাড়ির সীমানা প্রাচীর দিচ্ছিলেন। এ সময় চাচাতো ভাই মান্নান বাধা দিলে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে একে অপরকে আঘাত করে।

এতে দুই পক্ষের তিনজন গুরুতর আহত হন। তাঁদের উখিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, আপন চাচাতো ভাইদের মধ্যে দেওয়ালের সীমানা নিয়ে ঝগড়া হয়। এই ঘটনায় দুপক্ষের তিনজন মারা যান।

ওসি আরিফ হোসেন জানান, দুই পরিবারের মধ্যে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে জমি বিরোধে নিহত ৩ জন

আপডেট সময় ০৪:৩৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

কক্সবাজারের উখিয়ার কুতুপালং পশ্চিমপাড়ায় চাচাতো ভাই-বোনদের মধ্যে জমি নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কুতুপালং বাজার জামে মসজিদের খতিব ও জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, তাঁর চাচাতো ভাই আব্দুল মান্নান এবং শাহিনা বেগম।

স্থানীয়রা জানায়, আব্দুল্লাহ আল মামুন বাড়ির সীমানা প্রাচীর দিচ্ছিলেন। এ সময় চাচাতো ভাই মান্নান বাধা দিলে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে একে অপরকে আঘাত করে।

এতে দুই পক্ষের তিনজন গুরুতর আহত হন। তাঁদের উখিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, আপন চাচাতো ভাইদের মধ্যে দেওয়ালের সীমানা নিয়ে ঝগড়া হয়। এই ঘটনায় দুপক্ষের তিনজন মারা যান।

ওসি আরিফ হোসেন জানান, দুই পরিবারের মধ্যে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়।