প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠানের দুই শীর্ষ কর্মকর্তার শাস্তি
ইভ্যালির রাসেল-শামীমাকে ৩ বছরের কারাদণ্ড

- আপডেট সময় ০৪:৩৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে প্রতারণার মামলায় তিন বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত এ রায় দেয়।
আদালত প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছে, যা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড হবে। তবে রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি মুজাহিদ হাসান ফাহিম ইভ্যালি থেকে ইয়ামাহা আর১৫ বাইক অর্ডার করেন এবং সম্পূর্ণ মূল্য পরিশোধ করেন। প্রতিষ্ঠান ৪৫ দিনের মধ্যে বাইক সরবরাহ করতে ব্যর্থ হলে তিনি ধানমন্ডি অফিসে যোগাযোগ করেন।
ইভ্যালি কর্তৃপক্ষ তাকে ৫ লাখ টাকার একটি চেক দিলেও ব্যাংকে পর্যাপ্ত টাকা না থাকায় তা জমা না দিতে অনুরোধ করে। পরে টাকা আদায়ের সকল প্রচেষ্টা ব্যর্থ হলে ২০২৪ সালের জানুয়ারিতে মুজাহিদ আদালতে মামলা দায়ের করেন।
গত কয়েক বছরে ইভ্যালি নিয়ে গ্রাহকদের অসংখ্য অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটি আকর্ষণীয় অফারের মাধ্যমে পণ্য বিক্রি করলেও অনেক ক্ষেত্রে পণ্য সরবরাহ বা টাকা ফেরত দিতে ব্যর্থ হয়। এ ঘটনাটি ইভ্যালি সংক্রান্ত বিচারিক রায়ের মধ্যে অন্যতম বলে মনে করছেন বিশেষজ্ঞরা।