০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে খান ইউনিসে আজ সকালে অন্তত ৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ফিলিস্তিনি সাংবাদিকও রয়েছেন।

দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। এরপর প্রায় দুই মাস ভূখণ্ডটিতে খুব একটা হামলা হয়নি। তবে যুদ্ধবিরতি চুক্তি বাড়ানোর বিষয়ে হামাসের মতানৈক্যের জেরে গত ১৮ মার্চ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।

গাজায় নতুন করে হামলা জোরদারের পর প্রায় দেড় হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আড়াই হাজারের বেশি মানুষ। এর পাশাপাশি কঠোর অবরোধের কারণে খাদ্য, পানি, ওষুধসহ সব ধরনের জরুরি পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করায় গাজার বাসিন্দারা ভয়াবহ মানবিক সংকটের সম্মুখীন।

মানবিক সংকটের পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাও কার্যত ভেঙে পড়েছে। হাসপাতালগুলোতে আহতদের ভিড় উপচে পড়ছে। চিকিৎসা দেওয়ার মতো পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় অনেক রোগীকেই সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। গত দেড় বছরে উপত্যকায় ৫০ হাজার ৬০০ জনের বেশি নিহত হয়েছে। আহত হয়েছে ১ লাখ ১৫ হাজারের বেশি। নিহত ও আহতদের অর্ধেকের বেশি নারী ও শিশু।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬

আপডেট সময় ০৫:০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে খান ইউনিসে আজ সকালে অন্তত ৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ফিলিস্তিনি সাংবাদিকও রয়েছেন।

দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। এরপর প্রায় দুই মাস ভূখণ্ডটিতে খুব একটা হামলা হয়নি। তবে যুদ্ধবিরতি চুক্তি বাড়ানোর বিষয়ে হামাসের মতানৈক্যের জেরে গত ১৮ মার্চ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।

গাজায় নতুন করে হামলা জোরদারের পর প্রায় দেড় হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আড়াই হাজারের বেশি মানুষ। এর পাশাপাশি কঠোর অবরোধের কারণে খাদ্য, পানি, ওষুধসহ সব ধরনের জরুরি পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করায় গাজার বাসিন্দারা ভয়াবহ মানবিক সংকটের সম্মুখীন।

মানবিক সংকটের পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাও কার্যত ভেঙে পড়েছে। হাসপাতালগুলোতে আহতদের ভিড় উপচে পড়ছে। চিকিৎসা দেওয়ার মতো পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় অনেক রোগীকেই সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। গত দেড় বছরে উপত্যকায় ৫০ হাজার ৬০০ জনের বেশি নিহত হয়েছে। আহত হয়েছে ১ লাখ ১৫ হাজারের বেশি। নিহত ও আহতদের অর্ধেকের বেশি নারী ও শিশু।