০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

প্রেমিকের রক্ত ছিটিয়ে নিখোঁজের নাটক: গৃহবধূ ও প্রেমিক গ্রেফতার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / ৩৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় এক গৃহবধূ ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। প্রেমিকের রক্ত ছিটিয়ে নিজের নিখোঁজের নাটক সাজিয়ে পালানোর অভিনব কৌশল ব্যবহার করেছিলেন তারা।

গত শনিবার রাত সাড়ে ১২টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর থেকে আঁখি আক্তার ও তার প্রেমিক হাসানকে আটক করা হয়।

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার রাতে, যখন কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের পশ্চিম চাকামইয়া গ্রাম থেকে আঁখি আক্তার রহস্যজনকভাবে নিখোঁজ হন। তার স্বামীর বাড়িতে রক্তের দাগ দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। নিখোঁজের অভিযোগে আঁখির বাবা মামলা দায়ের করলে পুলিশ স্বামীপক্ষের ৭ জনকে গ্রেফতার করে।

তবে পুলিশের তদন্তে চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। জানা যায়, আঁখি আক্তার ৮ মাস আগে তার ছোট বোনের বিয়ের প্রস্তাব নিয়ে আসা হাসানের সঙ্গে গোপনে সম্পর্ক গড়ে তোলেন। গত ১৫ ডিসেম্বর তারা মির্জাগঞ্জে গোপনে বিয়ে করেন, যদিও আঁখি তার স্বামী আলমগীরের সঙ্গেও সম্পর্ক বজায় রাখেন।

পুলিশ সূত্রে জানা যায়, আঁখি ও হাসান পরিকল্পনা করেন হাসানের শরীর থেকে সিরিঞ্জ দিয়ে রক্ত নিয়ে তা স্বামীর বাড়িতে ছিটিয়ে দেবেন। এতে নিখোঁজের ঘটনাকে হত্যাকাণ্ড বলে ভুল বোঝাবে সবাই। কিন্তু পটুয়াখালী ডিবি ও কলাপাড়া থানা পুলিশের যৌথ তদন্তে তথ্যপ্রযুক্তির সাহায্যে তাদের চালাকি ধরা পড়ে।

মজার বিষয় হলো, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আঁখি তার তিন সন্তানকেও অস্বীকার করেছেন। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা কলাপাড়া থানার সামনে জড়ো হয়ে তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “তথ্যপ্রযুক্তির ব্যবহার করে আমরা দুজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

এ ঘটনায় এলাকাবাসী এখনও হতবাক। অনেকেই প্রশ্ন তুলছেন, কীভাবে একজন মা তার সন্তানদের পিছনে ফেলে এ ধরনের পরিকল্পনা করতে পারেন। পুলিশ এখন তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রেমিকের রক্ত ছিটিয়ে নিখোঁজের নাটক: গৃহবধূ ও প্রেমিক গ্রেফতার

আপডেট সময় ০৫:৪৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

পটুয়াখালীর কলাপাড়ায় এক গৃহবধূ ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। প্রেমিকের রক্ত ছিটিয়ে নিজের নিখোঁজের নাটক সাজিয়ে পালানোর অভিনব কৌশল ব্যবহার করেছিলেন তারা।

গত শনিবার রাত সাড়ে ১২টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর থেকে আঁখি আক্তার ও তার প্রেমিক হাসানকে আটক করা হয়।

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার রাতে, যখন কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের পশ্চিম চাকামইয়া গ্রাম থেকে আঁখি আক্তার রহস্যজনকভাবে নিখোঁজ হন। তার স্বামীর বাড়িতে রক্তের দাগ দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। নিখোঁজের অভিযোগে আঁখির বাবা মামলা দায়ের করলে পুলিশ স্বামীপক্ষের ৭ জনকে গ্রেফতার করে।

তবে পুলিশের তদন্তে চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। জানা যায়, আঁখি আক্তার ৮ মাস আগে তার ছোট বোনের বিয়ের প্রস্তাব নিয়ে আসা হাসানের সঙ্গে গোপনে সম্পর্ক গড়ে তোলেন। গত ১৫ ডিসেম্বর তারা মির্জাগঞ্জে গোপনে বিয়ে করেন, যদিও আঁখি তার স্বামী আলমগীরের সঙ্গেও সম্পর্ক বজায় রাখেন।

পুলিশ সূত্রে জানা যায়, আঁখি ও হাসান পরিকল্পনা করেন হাসানের শরীর থেকে সিরিঞ্জ দিয়ে রক্ত নিয়ে তা স্বামীর বাড়িতে ছিটিয়ে দেবেন। এতে নিখোঁজের ঘটনাকে হত্যাকাণ্ড বলে ভুল বোঝাবে সবাই। কিন্তু পটুয়াখালী ডিবি ও কলাপাড়া থানা পুলিশের যৌথ তদন্তে তথ্যপ্রযুক্তির সাহায্যে তাদের চালাকি ধরা পড়ে।

মজার বিষয় হলো, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আঁখি তার তিন সন্তানকেও অস্বীকার করেছেন। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা কলাপাড়া থানার সামনে জড়ো হয়ে তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “তথ্যপ্রযুক্তির ব্যবহার করে আমরা দুজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

এ ঘটনায় এলাকাবাসী এখনও হতবাক। অনেকেই প্রশ্ন তুলছেন, কীভাবে একজন মা তার সন্তানদের পিছনে ফেলে এ ধরনের পরিকল্পনা করতে পারেন। পুলিশ এখন তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালাচ্ছে।