০৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

আজ থেকে শুরু হচ্ছে বিনিয়োগ সম্মেলন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / ১৯ বার পড়া হয়েছে

ঢাকায় আজ সোমবার থেকে চার দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে। এই সম্মেলনে চীন-যুক্তরাষ্ট্রসহ প্রায় অর্ধশত দেশের বড় বিনিয়োগকারীরা অংশ নেবেন। সম্মেলন শেষেও বিনিয়োগ প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দেবে সরকার।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। বিডার আয়োজনে এই সম্মেলন আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী বলেন, মার্কিন শুল্কনীতির কোনো নেতিবাচক প্রভাব দেশের ব্যবসা-বিনিয়োগে পড়বে না।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী আরও বলেন, “এই সম্মেলনের মাধ্যমে বিনিয়োগের একটি পাইপলাইন তৈরি হবে। এই সম্মেলনে আগত কোম্পানিগুলো আগ্রহ প্রকাশ করেছে, এবং তাদের আগ্রহ বাস্তবায়নের জন্য আমাদের কী কী করতে হবে, সে বিষয়ে একটি প্রকল্পভিত্তিক কাজ আমরা পাব। এর ওপর ভিত্তি করে পরবর্তী ৬ থেকে ১৮ মাসের মধ্যে তাদেরকে বিনিয়োগে নিয়ে আসার চেষ্টা করব।”

বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ায় জ্বালানি আমদানির সক্ষমতাও বেড়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে দেশটি থেকে এলএনজি আমদানির সুযোগ খুঁজছে সরকার। এছাড়া, ট্রাম্পের শুল্কনীতির পরিবর্তনে দেশে ব্যবসা ও বিনিয়োগ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেন বিডা চেয়ারম্যান।

আশিক চৌধুরী বলেন, “বিনিয়োগকারীদের এই চাপটা একটা বিশাল সুযোগ। আমি মনে করি, এর ওপর ভিত্তি করে আমাদের বিনিয়োগ ব্যবস্থার মধ্যে সংস্কারগুলো করে ফেলতে পারব। ওই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের বিনিয়োগে একটা বড় পরিবর্তন আনা সম্ভব।”

সম্মেলনে সবচেয়ে সম্ভাবনাময় খাত হিসেবে তুলে ধরা হবে বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ, কৃষি প্রক্রিয়াজাত শিল্প, ডিজিটাল ইকোনমির মতো খাত।

সম্মেলনে কারা আসছেন:

  • যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস রোজি উইন্টারটন।
  • বহুজাতিক কোম্পানি স্যামসাংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাং-জু লি।
  • কাপড়ের ব্র্যান্ড জিওর্ডানো ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কলিন মেলভিল কেনেডি কারি।
  • এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট ও পাকিস্তানের দাউদ গ্রুপের ভাইস প্রেসিডেন্ট।

এছাড়াও, ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা, উবার, টেলিনর ও টয়োটার মতো অনেক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। যুক্তরাষ্ট্রভিত্তিক বি-ক্যাপিটাল, মালয়েশিয়া ও হংকংভিত্তিক গোবি পার্টনার্স, কনজাংশন ক্যাপিটাল ও মার্কোর মতো বিশ্বের বেশ কিছু বড় ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিও সম্মেলনে অংশ নেবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আজ থেকে শুরু হচ্ছে বিনিয়োগ সম্মেলন

আপডেট সময় ০৯:৩৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

ঢাকায় আজ সোমবার থেকে চার দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে। এই সম্মেলনে চীন-যুক্তরাষ্ট্রসহ প্রায় অর্ধশত দেশের বড় বিনিয়োগকারীরা অংশ নেবেন। সম্মেলন শেষেও বিনিয়োগ প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দেবে সরকার।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। বিডার আয়োজনে এই সম্মেলন আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী বলেন, মার্কিন শুল্কনীতির কোনো নেতিবাচক প্রভাব দেশের ব্যবসা-বিনিয়োগে পড়বে না।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী আরও বলেন, “এই সম্মেলনের মাধ্যমে বিনিয়োগের একটি পাইপলাইন তৈরি হবে। এই সম্মেলনে আগত কোম্পানিগুলো আগ্রহ প্রকাশ করেছে, এবং তাদের আগ্রহ বাস্তবায়নের জন্য আমাদের কী কী করতে হবে, সে বিষয়ে একটি প্রকল্পভিত্তিক কাজ আমরা পাব। এর ওপর ভিত্তি করে পরবর্তী ৬ থেকে ১৮ মাসের মধ্যে তাদেরকে বিনিয়োগে নিয়ে আসার চেষ্টা করব।”

বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ায় জ্বালানি আমদানির সক্ষমতাও বেড়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে দেশটি থেকে এলএনজি আমদানির সুযোগ খুঁজছে সরকার। এছাড়া, ট্রাম্পের শুল্কনীতির পরিবর্তনে দেশে ব্যবসা ও বিনিয়োগ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেন বিডা চেয়ারম্যান।

আশিক চৌধুরী বলেন, “বিনিয়োগকারীদের এই চাপটা একটা বিশাল সুযোগ। আমি মনে করি, এর ওপর ভিত্তি করে আমাদের বিনিয়োগ ব্যবস্থার মধ্যে সংস্কারগুলো করে ফেলতে পারব। ওই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের বিনিয়োগে একটা বড় পরিবর্তন আনা সম্ভব।”

সম্মেলনে সবচেয়ে সম্ভাবনাময় খাত হিসেবে তুলে ধরা হবে বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ, কৃষি প্রক্রিয়াজাত শিল্প, ডিজিটাল ইকোনমির মতো খাত।

সম্মেলনে কারা আসছেন:

  • যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস রোজি উইন্টারটন।
  • বহুজাতিক কোম্পানি স্যামসাংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাং-জু লি।
  • কাপড়ের ব্র্যান্ড জিওর্ডানো ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কলিন মেলভিল কেনেডি কারি।
  • এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট ও পাকিস্তানের দাউদ গ্রুপের ভাইস প্রেসিডেন্ট।

এছাড়াও, ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা, উবার, টেলিনর ও টয়োটার মতো অনেক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। যুক্তরাষ্ট্রভিত্তিক বি-ক্যাপিটাল, মালয়েশিয়া ও হংকংভিত্তিক গোবি পার্টনার্স, কনজাংশন ক্যাপিটাল ও মার্কোর মতো বিশ্বের বেশ কিছু বড় ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিও সম্মেলনে অংশ নেবে।