০৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

ট্রাম্পের শুল্ক নীতিতে আইফোনের দাম বাড়তে পারে ৪০%

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / ২৫ বার পড়া হয়েছে

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতির কারণে আইফোনের দাম ৩০-৪০% বৃদ্ধি পেতে পারে বলে বিশ্লেষকরা সতর্ক করেছেন। বৃহস্পতিবার ট্রাম্পের শুল্ক ঘোষণার পর অ্যাপলের শেয়ার মূল্য ৯.৩% পড়ে, যা ২০২০ সালের পর সবচেয়ে বড় পতন।

বিশ্লেষণ প্রতিষ্ঠান রোসেনব্লাট সিকিউরিটিজের মতে, আইফোন ১৬ প্রো ম্যাক্সের দাম বর্তমান ১,৫৯৯ ডলার থেকে বেড়ে ২,৩০০ ডলার (প্রায় ৩ লাখ টাকা) হতে পারে। বেস মডেল আইফোন ১৬-এর দাম ৭৯৯ ডলার থেকে ৪৩% বেড়ে ১,১৪২ ডলারে পৌঁছাতে পারে।

কারণ:
– চীনে উৎপাদিত আইফোনের উপর ৫৪% শুল্ক
– ভিয়েতনামে উৎপাদনের ক্ষেত্রে ৪৬% শুল্ক
– ভারতে উৎপাদনের ক্ষেত্রে ২৬% শুল্ক

অ্যাপলের সামনে দুটি বিকল্প: শুল্কের বাড়তি খরচ নিজেদের বহন করা অথবা গ্রাহকদের উপর চাপানো। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দাম বেশি বাড়লে বিক্রিতে ধস নামতে পারে।

সিএফআরএ রিসার্চের বিশ্লেষক অ্যাঞ্জেলো জিনো বলেন, “অ্যাপল সর্বোচ্চ ৫-১০% দাম বাড়াতে পারবে। এর বেশি হলে বাজার শেয়ারে ধাক্কা লাগবে।” রোজেনব্লাট সিকিউরিটিজের মতে, এ নীতিতে অ্যাপলের ৪০ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে।

এ অবস্থায় স্যামসাংয়ের মতো প্রতিযোগীরা সুবিধা পেতে পারে বলে মনে করা হচ্ছে। অ্যাপল এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের শুল্ক নীতিতে আইফোনের দাম বাড়তে পারে ৪০%

আপডেট সময় ১০:৩৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতির কারণে আইফোনের দাম ৩০-৪০% বৃদ্ধি পেতে পারে বলে বিশ্লেষকরা সতর্ক করেছেন। বৃহস্পতিবার ট্রাম্পের শুল্ক ঘোষণার পর অ্যাপলের শেয়ার মূল্য ৯.৩% পড়ে, যা ২০২০ সালের পর সবচেয়ে বড় পতন।

বিশ্লেষণ প্রতিষ্ঠান রোসেনব্লাট সিকিউরিটিজের মতে, আইফোন ১৬ প্রো ম্যাক্সের দাম বর্তমান ১,৫৯৯ ডলার থেকে বেড়ে ২,৩০০ ডলার (প্রায় ৩ লাখ টাকা) হতে পারে। বেস মডেল আইফোন ১৬-এর দাম ৭৯৯ ডলার থেকে ৪৩% বেড়ে ১,১৪২ ডলারে পৌঁছাতে পারে।

কারণ:
– চীনে উৎপাদিত আইফোনের উপর ৫৪% শুল্ক
– ভিয়েতনামে উৎপাদনের ক্ষেত্রে ৪৬% শুল্ক
– ভারতে উৎপাদনের ক্ষেত্রে ২৬% শুল্ক

অ্যাপলের সামনে দুটি বিকল্প: শুল্কের বাড়তি খরচ নিজেদের বহন করা অথবা গ্রাহকদের উপর চাপানো। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দাম বেশি বাড়লে বিক্রিতে ধস নামতে পারে।

সিএফআরএ রিসার্চের বিশ্লেষক অ্যাঞ্জেলো জিনো বলেন, “অ্যাপল সর্বোচ্চ ৫-১০% দাম বাড়াতে পারবে। এর বেশি হলে বাজার শেয়ারে ধাক্কা লাগবে।” রোজেনব্লাট সিকিউরিটিজের মতে, এ নীতিতে অ্যাপলের ৪০ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে।

এ অবস্থায় স্যামসাংয়ের মতো প্রতিযোগীরা সুবিধা পেতে পারে বলে মনে করা হচ্ছে। অ্যাপল এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।