০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

ইসরায়েলি হামলার প্রতিবাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ: স্লোগানে উত্তাল ঢাকা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩২:১১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / ১৪ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে একদল শিক্ষার্থী ঢাকার মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল করে।

সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে মিছিলটি দূতাবাস এলাকায় শুরু হয় এবং পরে দূতাবাসের সামনের রাস্তায় অবস্থান নেয়। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ সদস্যরা মিছিলের সামনে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন।

এদিকে, সকাল থেকেই মার্কিন দূতাবাসের সামনে সেনা সদস্যদের উপস্থিতি দেখা যায়। তারা মানবপ্রাচীর তৈরি করে রাখেন এবং সেখানে আগত অনেককেই তল্লাশি করা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “ফিলিস্তিনের গাজার জয় নিশ্চিত। যতদিন পৃথিবী থাকবে, ততদিন এই পবিত্র ভূমিকে ধ্বংস করা যাবে না।”

ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার তারেক মাহমুদ জানান, “ছাত্র-জনতা ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে নতুন বাজারের দিকে আসেন এবং সেখানে অবস্থান নেন। মিছিল শেষে তারা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।”

এর আগে সকালে বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা “ফ্রি ফ্রি ফিলিস্তিন”, “ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে”, “আমরা কারা, তোমরা কারা ফিলিস্তিন ফিলিস্তিন” ইত্যাদি স্লোগান দেন।

এই বিক্ষোভের মাধ্যমে, শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন এবং ইসরায়েলি হামলার বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলি হামলার প্রতিবাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ: স্লোগানে উত্তাল ঢাকা

আপডেট সময় ০৭:৩২:১১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে একদল শিক্ষার্থী ঢাকার মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল করে।

সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে মিছিলটি দূতাবাস এলাকায় শুরু হয় এবং পরে দূতাবাসের সামনের রাস্তায় অবস্থান নেয়। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ সদস্যরা মিছিলের সামনে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন।

এদিকে, সকাল থেকেই মার্কিন দূতাবাসের সামনে সেনা সদস্যদের উপস্থিতি দেখা যায়। তারা মানবপ্রাচীর তৈরি করে রাখেন এবং সেখানে আগত অনেককেই তল্লাশি করা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “ফিলিস্তিনের গাজার জয় নিশ্চিত। যতদিন পৃথিবী থাকবে, ততদিন এই পবিত্র ভূমিকে ধ্বংস করা যাবে না।”

ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার তারেক মাহমুদ জানান, “ছাত্র-জনতা ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে নতুন বাজারের দিকে আসেন এবং সেখানে অবস্থান নেন। মিছিল শেষে তারা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।”

এর আগে সকালে বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা “ফ্রি ফ্রি ফিলিস্তিন”, “ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে”, “আমরা কারা, তোমরা কারা ফিলিস্তিন ফিলিস্তিন” ইত্যাদি স্লোগান দেন।

এই বিক্ষোভের মাধ্যমে, শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন এবং ইসরায়েলি হামলার বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানান।