০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

বাটলারের জায়গায় ইংল্যান্ডের নতুন অধিনায়ক হ্যারি ব্রুক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / ২১ বার পড়া হয়েছে

ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হ্যারি ব্রুক। ২৬ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার ইনজুরির কারণে বাইরে থাকা জস বাটলারের জায়গায় দলকে নেতৃত্ব দেবেন।

ইতিমধ্যে পাঁচটি ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন ব্রুক। তবে এবার নিয়মিত অধিনায়ক হিসেবে তার যাত্রা শুরু হবে আগামী মে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক রব কি বলেছেন, ‘হ্যারি শুধু অসাধারণ একজন ব্যাটারই নয়, তার ক্রিকেট মস্তিষ্কও দুর্দান্ত। তার লক্ষ্য খুবই পরিষ্কার—দলকে দ্বিপাক্ষিক সিরিজ ও বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে জয়ী করা।’

দলনেতার দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ব্রুক বলেন, ‘সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়ক হওয়া বিশাল সম্মানের। ছোটবেলা থেকেই ইয়র্কশায়ার ও ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। এখন নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত। আমাদের দলে প্রচুর প্রতিভা রয়েছে, আমি এই দল নিয়ে সিরিজ ও বিশ্বকাপ জিততে চাই।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাটলারের জায়গায় ইংল্যান্ডের নতুন অধিনায়ক হ্যারি ব্রুক

আপডেট সময় ০৭:৪৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হ্যারি ব্রুক। ২৬ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার ইনজুরির কারণে বাইরে থাকা জস বাটলারের জায়গায় দলকে নেতৃত্ব দেবেন।

ইতিমধ্যে পাঁচটি ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন ব্রুক। তবে এবার নিয়মিত অধিনায়ক হিসেবে তার যাত্রা শুরু হবে আগামী মে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক রব কি বলেছেন, ‘হ্যারি শুধু অসাধারণ একজন ব্যাটারই নয়, তার ক্রিকেট মস্তিষ্কও দুর্দান্ত। তার লক্ষ্য খুবই পরিষ্কার—দলকে দ্বিপাক্ষিক সিরিজ ও বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে জয়ী করা।’

দলনেতার দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ব্রুক বলেন, ‘সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়ক হওয়া বিশাল সম্মানের। ছোটবেলা থেকেই ইয়র্কশায়ার ও ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। এখন নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত। আমাদের দলে প্রচুর প্রতিভা রয়েছে, আমি এই দল নিয়ে সিরিজ ও বিশ্বকাপ জিততে চাই।’