জীবনসঙ্গী নিয়ে মন্তব্যে শেখ সাদীর প্রতি ইঙ্গিত প্রভার?

- আপডেট সময় ০৮:১৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
অভিনয়ে নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বিভিন্ন সময় নানা বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করে থাকেন তিনি। এবার তিনি নিজের ফেসবুক পোস্টে জীবনসঙ্গী নিয়ে একটি বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন।
সোমবার এক ফেসবুক পোস্টে প্রভা লেখেন, ‘সালমান মুক্তাদির আর ক্রিকেটার নাসির হোসেন ছাড়া আমি বাংলাদেশে এমন কোনো পুরুষ মানুষ দেখি না, যারা নিজের সম্মানকে ক্যারিয়ারের অজুহাত না বানিয়ে জীবনসঙ্গীকে প্রাপ্য সম্মান ও নিরাপত্তা দিয়েছেন।’
এরপর তিনি আরও যোগ করেন, ‘যাক, আরেকজন পুরুষকে দেখলাম। আমি দোয়া করি ছেলেটা এমনই থাকুক। এমন একজন সাপোর্টিভ পার্টনার প্রত্যেক মানুষেরই প্রাপ্য।’
তবে তৃতীয় যে ব্যক্তিকে উদ্দেশ্য করে তিনি এ মন্তব্য করেছেন, তার নাম উল্লেখ করেননি। যদিও অনেকেই মনে করছেন, প্রভার এই মন্তব্যের ইঙ্গিত তরুণ গায়ক শেখ সাদীর প্রতি। কারণ, সম্প্রতি পরীমনির বিরুদ্ধে ওঠা অভিযোগের সময় তাকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন সাদী। গৃহকর্মী পিংকির অভিযোগকে তিনি মিথ্যা দাবি করে পরীমনির পাশে দাঁড়ান এবং ভুল তথ্য ছড়ানোর প্রতিবাদও করেন।
জানা গেছে, পরীমনির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে শেখ সাদীর। বিভিন্ন সময়ে তাকে পরীমনির পাশে দেখা গেছে—সুখে-দুঃখে, এমনকি মামলার সময় তার জামিনদারও হয়েছিলেন তিনি।
এই পটভূমিতেই ধারণা করা হচ্ছে, শেখ সাদীর এমন আচরণেই মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা করেছেন প্রভা।