গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬৫ জনের প্রাণহানি

- আপডেট সময় ১০:৩৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / ২৮ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টারও কম সময়ে উপত্যকাটিতে আরও অন্তত ৬৫ জন নিহত হয়েছেন।
আল জাজিরা মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, সোমবার ভোর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে।
ইসরায়েলি বাহিনী উত্তর গাজা সিটিতে একটি বাড়িতে বোমা হামলা চালিয়ে কমপক্ষে পাঁচজনকে হত্যা করেছে। দেইর এল-বালাহতে একটি বাড়িতে হামলায় ৯ জন এবং খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে একটি মিডিয়া তাঁবুতে বোমা হামলায় তিনজন নিহত হয়েছেন। সব মিলিয়ে নিহতের সংখ্যা ৬৫।
সোমবার দিনটি গাজাবাসীর জন্য কেমন ছিল তার বর্ণনায় আল জাজিরা লিখেছে, সমগ্র গাজা উপত্যকার ফিলিস্তিনিদের জন্য দিনটি ছিল কঠিন। ইসরায়েলি সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের বাড়িগুলোতে আক্রমণ করার জন্য যুদ্ধবিমান এবং কামান ইউনিট ব্যবহার করছে।
গাজার অকার্যকর হাসপাতালগুলোর মর্গগুলোতে ভয়াবহ দৃশ্য দেখা গেছে। যার মধ্যে ছিন্নভিন্ন আহতরাও রয়েছেন। মৃতের সংখ্যা অবাক করে দিচ্ছে।
আল জাজিরা লিখেছে, আমরা মাঝে মাঝেই ইসরায়েলের আক্রমণের এলাকা থেকে বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি। চিকিৎসক এবং বাসিন্দারা এই স্থানগুলো থেকে হতাহতদের নিয়ে আসছেন, যাদের ওপর পূর্ব সতর্কতা ছাড়াই আক্রমণ করা হয়েছে।
শ্বাসরুদ্ধকর অবরোধ এবং সমস্ত সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া, সেই সাথে গাজা উপত্যকায় সমস্ত প্রয়োজনীয় চিকিৎসা সরবরাহ নিষিদ্ধ করা সত্ত্বেও এখানকার হাসপাতাল এবং চিকিৎসক দলগুলো পরিষেবা প্রদান অব্যাহত রেখেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। মাঝে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। তবে ১৮ মার্চ চুক্তি ভেঙে গাজায় ইসরায়েল পুনরায় আক্রমণ শুরু করে।
২০২৩ সালে হামলার শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় প্রাণ গেছে প্রায় ৫১ হাজার মানুষের। আহতের সংখ্যা এক লাখ ১৫ হাজারের বেশি। বাস্তুচ্যুত হয়েছে বহু মানুষ।