০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
জ্যোতিদের দাপটে পাকিস্তানের বিরুদ্ধে বিশাল জয় বাংলাদেশের

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৯:১৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপের বাছাইপর্বে অংশ নিতে বর্তমানে পাকিস্তান সফরে রয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। বাছাইপর্বের মূল পর্ব শুরুর আগে পাকিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামে নিগার সুলতানা জ্যোতির দল। এই ম্যাচে ১৬৭ রানের বিশাল জয় পায় বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের ২ বল বাকি থাকতে ২৭৬ রান তোলে বাংলাদেশ মহিলা দল। দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
ওপেনার ফারজানা হক ৫০ রান করে রিটায়ার্ড আউট হন। এছাড়া, জান্নাতুল ফেরদৌস ৪৬ রানের একটি অপরাজিত ইনিংস খেলেন।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের ‘এ’ দল ৩৯.১ ওভারে মাত্র ১০৯ রানেই অলআউট হয়ে যায়। পাকিস্তানের হয়ে দুয়া মজিদ ৩২ এবং উম্মে হানি ২৬ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে রাবেয়া ৭ রানে ২টি এবং মারুফা ৮ রানে ২টি উইকেট নেন।
ট্যাগস :