ইসরায়েল-বিরোধী বিক্ষোভে অরাজকতা: সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ

- আপডেট সময় ০৯:১৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
ইসরায়েল-বিরোধী বিক্ষোভের সময় দেশের বিভিন্ন স্থানে গত সোমবার সংঘটিত ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের আয়োজিত সমাবেশে তিনি বলেন, “এসব অরাজকতা রোধে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা স্পষ্ট। তাদের উচিত ছিল আগাম সতর্কতা নেওয়া, তাহলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতো না।”
এসময় তিনি আওয়ামী লীগ সরকারের ইসরায়েল-সমর্থনকারী নীতিরও সমালোচনা করেন। সালাহ উদ্দিন দাবি করেন, “আওয়ামী লীগ সরকার বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ভ্রমণ নিষিদ্ধ’ কথাটি সরিয়ে দিয়ে পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। অথচ তারা মুসলিম বিশ্বের সমর্থনে কৃত্রিম মায়াকান্না করে বেড়ায়।”
গতকালের বিক্ষোভ-পরবর্তী সহিংসতায় দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।