ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, বিজিবির ভিন্ন মত

- আপডেট সময় ০৯:৪৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / ২৭৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর বিরুদ্ধে মুরাদুল ইসলাম ওরফে মুন্না (৪০) নামে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মুরাদুল ইসলামকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে গিয়ে মারধর ও নির্যাতন করে। পরে আহত অবস্থায় তাকে ফেরত পাঠালে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এই অভিযোগ অস্বীকার করেছে। বিজিবির ভাষ্যমতে, মুরাদুল অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন এবং সুস্থ অবস্থায় ফিরে আসেন। বিজিবির টহল দল তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ভারতে যাওয়ার কথা স্বীকার করেন, তবে মারধরের কথা অস্বীকার করেন।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, মুরাদুলের ফসলি জমি সীমান্তের কাছেই অবস্থিত। মঙ্গলবার সারাদিন নিজের জমিতে কাজ করছিলেন মুরাদুল। বিকেল ৫টার দিকেও তিনি বাড়ি না ফেরায় তার স্ত্রী রত্না আক্তার খোঁজাখুঁজি শুরু করেন। পরে জানতে পারেন, বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে গেছে।
সন্ধ্যার দিকে ফসলি জমিতে মুরাদুলকে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিজিবি ও বিএসএফের মধ্যে কোনো বৈঠক হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি।