০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

শি জিনপিংয়ের পাল্টা ব্যবস্থায় ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক বেড়ে ১০৪ শতাংশ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / ১৯ বার পড়া হয়েছে

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রথমে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে চীনের ওপর ৬৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল। এর জবাবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের এই শুল্কনীতির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

এতে ক্ষুব্ধ হয়ে মার্কিন প্রেসিডেন্ট চীনের ওপর শুল্ক আরও ৫০ শতাংশ বাড়িয়ে ১০৪ শতাংশে উন্নীত করেছেন, যা আজ থেকে কার্যকর হচ্ছে।

বুধবার (৯ এপ্রিল) হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

এর আগে সোমবার ডোনাল্ড ট্রাম্প চীনের প্রতি সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, চীন যদি আমেরিকান পণ্যের ওপর নতুন করে আরোপিত ৩৪ শতাংশ শুল্ক তুলে না নেয়, তাহলে তাদের ওপর আরও শুল্ক আরোপ করা হবে।

মঙ্গলবার বিকেলে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট শুল্ক বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে বলেন, “চীনের প্রতিশোধমূলক পদক্ষেপ ভুল ছিল। আমেরিকা আক্রান্ত হলে প্রেসিডেন্ট কঠোর পদক্ষেপ নেন। তাই আজ মধ্যরাত থেকে চীনের ওপর ১০৪ শতাংশ শুল্ক কার্যকর হবে।”

ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করবেন কি না, এমন প্রশ্নে লেভিট বলেন, “চীনারা চুক্তি করতে চায়, কিন্তু তারা জানে না কীভাবে এটি করতে হবে।”

গত সপ্তাহে ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার পর চীন আমদানিকৃত আমেরিকান পণ্যের ওপর প্রতিশোধমূলকভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করে।

চীনের নেতারা বাণিজ্য যুদ্ধে ‘শেষ পর্যন্ত লড়াই’ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। জবাবে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, “কালকের মধ্যে চীন যদি ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে, তাহলে ৯ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র চীনের ওপর শুল্ক ৫০ শতাংশ বাড়াবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শি জিনপিংয়ের পাল্টা ব্যবস্থায় ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক বেড়ে ১০৪ শতাংশ

আপডেট সময় ১০:১৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রথমে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে চীনের ওপর ৬৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল। এর জবাবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের এই শুল্কনীতির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

এতে ক্ষুব্ধ হয়ে মার্কিন প্রেসিডেন্ট চীনের ওপর শুল্ক আরও ৫০ শতাংশ বাড়িয়ে ১০৪ শতাংশে উন্নীত করেছেন, যা আজ থেকে কার্যকর হচ্ছে।

বুধবার (৯ এপ্রিল) হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

এর আগে সোমবার ডোনাল্ড ট্রাম্প চীনের প্রতি সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, চীন যদি আমেরিকান পণ্যের ওপর নতুন করে আরোপিত ৩৪ শতাংশ শুল্ক তুলে না নেয়, তাহলে তাদের ওপর আরও শুল্ক আরোপ করা হবে।

মঙ্গলবার বিকেলে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট শুল্ক বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে বলেন, “চীনের প্রতিশোধমূলক পদক্ষেপ ভুল ছিল। আমেরিকা আক্রান্ত হলে প্রেসিডেন্ট কঠোর পদক্ষেপ নেন। তাই আজ মধ্যরাত থেকে চীনের ওপর ১০৪ শতাংশ শুল্ক কার্যকর হবে।”

ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করবেন কি না, এমন প্রশ্নে লেভিট বলেন, “চীনারা চুক্তি করতে চায়, কিন্তু তারা জানে না কীভাবে এটি করতে হবে।”

গত সপ্তাহে ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার পর চীন আমদানিকৃত আমেরিকান পণ্যের ওপর প্রতিশোধমূলকভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করে।

চীনের নেতারা বাণিজ্য যুদ্ধে ‘শেষ পর্যন্ত লড়াই’ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। জবাবে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, “কালকের মধ্যে চীন যদি ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে, তাহলে ৯ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র চীনের ওপর শুল্ক ৫০ শতাংশ বাড়াবে।”