০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
দ্য টেলিগ্রাফের প্রতিবেদন

ভারতের ‘না’ বাংলাদেশের পণ্য বাণিজ্যে, বন্ধ হলো তৃতীয় দেশে রপ্তানির পথ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / ৩২ বার পড়া হয়েছে

ভারতের কেন্দ্রীয় সরকার এক আকস্মিক সিদ্ধান্তে বাংলাদেশের দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। এই ঘোষণার মাধ্যমে, বাংলাদেশ এখন থেকে ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে তাদের বন্দর ও বিমানবন্দর দিয়ে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারবে না।

মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বিভাগ একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানায়। বুধবার দ্য টেলিগ্রাফ অনলাইন পিটিআইয়ের বরাত দিয়ে এই খবরটি প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সুবিধার মাধ্যমে বাংলাদেশ প্রতিবেশী ভুটান, নেপাল এবং মিয়ানমারের মতো দেশগুলোতে সহজে পণ্য রপ্তানি করতে পারত। ভারত ২০২০ সালের জুন মাসে বাংলাদেশকে এই বিশেষ সুবিধা প্রদান করেছিল।

ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বিভাগের গত ৮ই এপ্রিলের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘২০২০ সালের ২৯ জুনের জারি করা সার্কুলারটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিবর্তিত সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। তবে, পূর্বের নিয়ম অনুযায়ী যেসব বাংলাদেশি পণ্য ইতিমধ্যেই ভারতে প্রবেশ করেছে, সেগুলোকে ভারতীয় ভূখণ্ড ত্যাগ করার অনুমতি দেওয়া হতে পারে।’

এর আগে, ভারতের রপ্তানিকারক মহল, বিশেষত পোশাক শিল্প, বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য দেশটির নরেন্দ্র মোদি সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল।

ভারত এমন এক সময়ে এই সিদ্ধান্ত নিল যখন কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্র ভারত, বাংলাদেশসহ বিশ্বের বহু দেশ ও অঞ্চলের পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দ্য টেলিগ্রাফের প্রতিবেদন

ভারতের ‘না’ বাংলাদেশের পণ্য বাণিজ্যে, বন্ধ হলো তৃতীয় দেশে রপ্তানির পথ

আপডেট সময় ০৫:৩৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

ভারতের কেন্দ্রীয় সরকার এক আকস্মিক সিদ্ধান্তে বাংলাদেশের দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। এই ঘোষণার মাধ্যমে, বাংলাদেশ এখন থেকে ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে তাদের বন্দর ও বিমানবন্দর দিয়ে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারবে না।

মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বিভাগ একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানায়। বুধবার দ্য টেলিগ্রাফ অনলাইন পিটিআইয়ের বরাত দিয়ে এই খবরটি প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সুবিধার মাধ্যমে বাংলাদেশ প্রতিবেশী ভুটান, নেপাল এবং মিয়ানমারের মতো দেশগুলোতে সহজে পণ্য রপ্তানি করতে পারত। ভারত ২০২০ সালের জুন মাসে বাংলাদেশকে এই বিশেষ সুবিধা প্রদান করেছিল।

ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বিভাগের গত ৮ই এপ্রিলের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘২০২০ সালের ২৯ জুনের জারি করা সার্কুলারটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিবর্তিত সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। তবে, পূর্বের নিয়ম অনুযায়ী যেসব বাংলাদেশি পণ্য ইতিমধ্যেই ভারতে প্রবেশ করেছে, সেগুলোকে ভারতীয় ভূখণ্ড ত্যাগ করার অনুমতি দেওয়া হতে পারে।’

এর আগে, ভারতের রপ্তানিকারক মহল, বিশেষত পোশাক শিল্প, বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য দেশটির নরেন্দ্র মোদি সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল।

ভারত এমন এক সময়ে এই সিদ্ধান্ত নিল যখন কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্র ভারত, বাংলাদেশসহ বিশ্বের বহু দেশ ও অঞ্চলের পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করেছে।