ঢালিউডে শোরগোল
‘বরবাদ’-এর বাজিমাত ! শাকিবের আকাশছোঁয়া পারিশ্রমিক

- আপডেট সময় ০৫:৪৫:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
এই ঈদুল ফিতরে মুক্তি পাওয়া একঝাঁক সিনেমার ভিড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে শাকিব খানের ‘বরবাদ’। প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম সপ্তাহেই সিনেমাটি বাজিমাত করেছে বলে দাবি প্রযোজনা সংস্থার।
রিয়েল এনার্জি প্রডাকশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ উৎসবের প্রথম সাত দিনে সিনেমাটি ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকিট বিক্রি করে ফেলেছে।
তবে সিনেমার সাফল্যের চেয়েও বেশি গুঞ্জন তৈরি হয়েছে শাকিব খানের পারিশ্রমিক নিয়ে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সিনেমাটির পরিচালক মেহেদী হাসান হৃদয় দাবি করেছেন, ‘বরবাদ’-এর জন্য ঢালিউডের এই সুপারস্টার নাকি আকাশছোঁয়া পারিশ্রমিক নিয়েছেন – এক কোটি ২০ লাখ টাকা!
অনুষ্ঠানে পরিচালক আরও জানান, সিনেমাটি নির্মাণে ১৫-১৬ কোটি টাকা বাজেট ধরা হয়েছিল।
‘বরবাদ’ প্রযোজনা করেছে বাংলাদেশের রিয়েল এনার্জি প্রোডাকশন ও ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্ট। আজিম হারুন ও শাহরিন আক্তার সুমির প্রযোজিত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, যিশু সেনগুপ্ত এবং ইধিকা পাল। সিনেমাটি ২০২৫ সালের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।